. রূপকথা
. ---অসীম মজুমদার
.
কৃষ্ণচূড়া গাছের নীচে পড়ে আছে তাঁর রোদচশমা,
তাঁর চুড়ি ভিজে আছে অসময়ের বর্ষার জলে।
এখন তাঁর কপালে কোনো নাম না জানা ফুলের সিঁদুর।
বহুবার প্রেমের পান্ডুলিপি নিয়ে গেছি তাঁর কাছে,
জানাতে চেয়…
. রূপকথা
. ---অসীম মজুমদার
.
কৃষ্ণচূড়া গাছের নীচে পড়ে আছে তাঁর রোদচশমা,
তাঁর চুড়ি ভিজে আছে অসময়ের বর্ষার জলে।
এখন তাঁর কপালে কোনো নাম না জানা ফুলের সিঁদুর।
বহুবার প্রেমের পান্ডুলিপি নিয়ে গেছি তাঁর কাছে,
জানাতে চেয়েছি আমার সব পুরোনো কথা !
বোধহয় সেই থেকেই সে খুব ভয়ে ভয়ে থাকে !
তাই সে যমুনাকে জানিয়ে রেখেছে আগে থেকেই,
আমাকে দেখলেই যমুনা তাঁর জলে রঙ গুলে দেয়
করে দেয় শুধুই অন্তহীন কালো আর কালো।
যমুনা চলতে থাকে তাঁর পরম প্রয়াগের পথে।
কতবার তার মৃদুশ্বাস ভরে নিয়েছি বুকের পাঁজরে।
প্রভাত থেকে বিকেল আর বিকেল থেকে সাঁজবেলা,
তোর খোঁজেতে রাতদুপুরে আমার হয় পথচলা।
পার হই তেপান্তর মাঠ তবুও হাঁটার নেই তো শেষ,
পার হই রঙিন দরজা মেকী উৎসবের মিথ্যে বেশ।
অচেনা মানুষের মতো দেখে মেঘের আড়ালে কিছু তারা,
মরিচিকা হয়ে যাও আমার ডাকে দাও না তবু সারা।
মেঘদুত যদি তোমায় শোনায় এই পান্ডুলিপির কথা, বিষন্নতার মলাট ছেড়ে বের হবে কোন নীল রূপকথা।