Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

কবিতা
‘অতঃ কিম!’
সুদীপ রায়
২১.০৭.২০২০

............

শেষ থেকে শুরু হলে, শুরুটা কোথায় ?
তাই শেষ হাসিটা হাসা আর হোল না আমার ।
বারবার এরকমই হয় সুচরিতা, ভেরী সরি,
দিন কেটে যায়, তুমি দেয়ালের ওপাশে হারিয়ে যাও ।
আমি সারাদিন সুতোর শুরুটা …


কবিতা
‘অতঃ কিম!’
সুদীপ রায়
২১.০৭.২০২০

............

শেষ থেকে শুরু হলে, শুরুটা কোথায় ?
তাই শেষ হাসিটা হাসা আর হোল না আমার ।
বারবার এরকমই হয় সুচরিতা, ভেরী সরি,
দিন কেটে যায়, তুমি দেয়ালের ওপাশে হারিয়ে যাও ।
আমি সারাদিন সুতোর শুরুটা কোথায় খুঁজে মরি ।

তুমি ফিরে এলে, তোমার কপালে স্বেদকণা, 
এগিয়ে গিয়েও পিছিয়ে আসি আমি,
প্রত্যয়ের সমুদ্রে এ কেমন জলাভাব !
জল খুঁজে নিতে কাদাজলেই শেষে আমি নামি ।

দিন কেটে যায়, দেওয়ালের ওপাশে ফের একবার
তুমি হারিয়ে যাও গভীরে কোথাও। 
মাথা উঁচু করে ইতিউতি দেখে ঘাসফড়িঙ ।
আর আমি বসে বসে ভাবি ...
অতঃ কিম ?