Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা,
প্রতিযোগিতা পর্ব--১৫
বিষয় কবিতা-
04/07/2020

ভূমিকা
- - - - - - - - - - - - - -
         সুমন চৌধুরী

অতএব-শুধুমাত্র জমাট বাঁধা মেঘের বুকে স্বপ্নের বৃষ্টিই নয়, সীমানার শীর্ষে আস্ত একটা বাস্তব হয়ে দাঁড়িয়ে আ…


দৈনিক সেরা কলম সম্মাননা,
প্রতিযোগিতা পর্ব--১৫
বিষয় কবিতা-
04/07/2020

ভূমিকা
- - - - - - - - - - - - - -
         সুমন চৌধুরী

অতএব-শুধুমাত্র জমাট বাঁধা মেঘের বুকে স্বপ্নের বৃষ্টিই নয়, সীমানার শীর্ষে আস্ত একটা বাস্তব হয়ে দাঁড়িয়ে আছে অসীম আকাশ।

জীবন্ত দুটি চোখের কোণায় এখনো তো বিন্দুর মতো ভেসে উঠে রামধনুর লাল নীল........, তোমার সাতরঙা চিকচিকে হাসি।

জীবনের মতো বাস্তবও বেঁচে থাকে, সময়ের সুদীর্ঘ শূন্যতায়,,
স্বপ্নেরা ভূমিকা খোঁজে নিঃশ্বাসে-বিশ্বাসে!

যেমন করে ভোরের দৃষ্টি খোঁজে সবুজ পাতার আড়াল থেকে পূবের সোনালী রোদ্দুর।

মুহুর্তেরা স্মৃতি হয়,  সকাল থেকে বিকাল হয় কতশত স্বপ্নের বেলা..
অন্ধকারও মনে রাখে জোছনার ভূমিকা।

আর এভাবেই পূর্ণ আর অপূর্ণতার মাঝেই বেঁচে থাকে বাঁচাদের আশা।

সত্য,মিথ্যা, কল্পনা আর বাস্তব হয়ে দিন রাত্রির সন্ধিক্ষণে স্বপ্নেরা রেখে যায় কান্না হাসির অজস্র ভূমিকা,
ঠিক তোমারই মতো.........!