Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#রবি ঠাকুরের জনমদিন#
ইলা কারকাট্টা
05:07:20
ই বাবু শুন না ক্যানে
ই রবি ঠাকুরটো কে আছে বটে?
আজ লাকি তার জনমদিন---
ইর ল্যাইগে ফাংসানটো হোবে?
তাই লাকি তুরা ইখানটাতে
মাচা বেইধেছিস ফাংসানটোর ল্যাইগে।
ই বাবু শুন না ক্যানে
যা শুনেছি তা…


#রবি ঠাকুরের জনমদিন#
ইলা কারকাট্টা
05:07:20
ই বাবু শুন না ক্যানে
ই রবি ঠাকুরটো কে আছে বটে?
আজ লাকি তার জনমদিন---
ইর ল্যাইগে ফাংসানটো হোবে?
তাই লাকি তুরা ইখানটাতে
মাচা বেইধেছিস ফাংসানটোর ল্যাইগে।
ই বাবু শুন না ক্যানে
যা শুনেছি তা সত্যি বটে?
লাচ হোবে গান হোবে
মেইয়ে মরদ লাচবে একসাথে।
মুও ভালো লাচতে জানি
রোজ লাচি ধামসা মাদলের সাথে।
তুদের ই ফাংসানটোতে
মুকে তুরা লে না বটে।
কী বুললি মু পারবক লাই
ই লাচটো অন্য রকম আছে।
তা হয়তো হুতে পারে
তুদের লাচ আলাগ বটে।
ই বাবু বাবু শুন না ক্যানে
ই রবি ঠাকুর কী কুনো দেবতা আছে।
লাকি তুদের কুনো রাজা আছে?
ই বাবু বাবু বলনা ক্যানে।
ই ছবিটো কী রবি ঠাকুরের
সাদা চুল সাদা দাড়ি ই কে আছে বটে?
কি বুললি তুর ইখন কাম আছে
কুনো কথা বলতে লারবি।
ঠিক আছে মু আসবি সাজেরবেলা
মু ফাংসানটো দেইখবো বটে।
রবি ঠাকুরের জনমদিন আছে
তুদের দেবতার জনমদিন আছে।
তুরা তাই পরব মানাবি
মু তাই দেখতি আসবো সাজবেলাতে।
(মূল লেখা সংরক্ষিত আছে)