দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব -১৬
কবিতাঃ পুনরাবৃত্তির গল্প
লেখকঃ এস.এম.সোহেল রানা
০৫/০৭/২০২০
বাতাসে খেলা করে ঘাস ফুল
ওপরে আলপনা আঁকা আকাশের ছাদ,
মৃদু ঢেউ বিলের জলে
মাঝে মাঝে মেঘের নিনাদ।
খেলা শেষে ক্লান্ত বেশে ছেলেদের…
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব -১৬
কবিতাঃ পুনরাবৃত্তির গল্প
লেখকঃ এস.এম.সোহেল রানা
০৫/০৭/২০২০
বাতাসে খেলা করে ঘাস ফুল
ওপরে আলপনা আঁকা আকাশের ছাদ,
মৃদু ঢেউ বিলের জলে
মাঝে মাঝে মেঘের নিনাদ।
খেলা শেষে ক্লান্ত বেশে ছেলেদের গল্প
রাখালের ঘরে ফেরার পালা,
দূরে ডাকে নালী গাই একেলা
গোচরানী বধুটি কি আসেনি আজ?
বেলা গেলো, বেলা বেশ অল্প।
লাল আলো নিভে গেলো সম্মুখ আকাশে
দূরে কেথা শোনা যায় চাষী ভাই কথা কয়,
নেই তার বাড়ি ফেরার অবসর,
চঞ্চল এ পৃথিবীতে শুধু তার তাড়া নেই
কবিতার চোখে জল তার কথা লেখা চায়
তাকে কেন খোঁজে না এ শহর।
ছেলেদের গল্প কখন যে হয়েছে শেষ
ফিরে গেছে তরা করে বাড়িতে,
কে যেন ভুল করে ফেলে গেছে শার্টখানি
ফেলে গেছে গোলবারে বাঁধা দড়িতে।
আবার নতুন একটা দিনের অপেক্ষায়
পুনরাবৃত্তির সূর্য উঠবে,
নিয়মের হাতে বাঁধা এ জীবন আবার ছুটবে...
বিধি হাসে দূরাকাশে,
দেখে সব তবু তিনি যেন দেখে নাই।