দৈনিক প্রতিযোগিতা ---২৬
কবিতা
১৯/০৭/২০
***লজ্জা***
---তাপস সরদার
সমাজ-----------
তুই নারী , আমি পুরুষ !!!
সমাজ কথা মানবি ।
শাল জড়িয়ে শ…
দৈনিক প্রতিযোগিতা ---২৬
কবিতা
১৯/০৭/২০
***লজ্জা***
---তাপস সরদার
সমাজ-----------
তুই নারী , আমি পুরুষ !!!
সমাজ কথা মানবি ।
শাল জড়িয়ে শরীরটাতে
রাস্তায় তবে নামবি ।।
মানসিকতা---------
আনপড় , বিকৃত মানসিকতা
দৃষ্টি হাঁটা চলা ,
হিংসা , প্রতারণা , মাদক দানব
ধম্মের প্রচারশালা ।।
উচিৎ------------
নারীর বক্ষ-----ছিঃ!ছিঃ!
রাস্তায় ফেলে চাবকানো ।
অবৈতনিক শিক্ষা ব্যবস্থা
আলকাতরায় মাখানো ।।