Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব -২৬
বিষয়- গদ্যকবিতা
শিরোনাম-          এখনো সতর্ক আছি
              প্রদীপ সেন
 তারিখ- ১৯/০৭/২০

যদিদং হৃদয়ং মম বলে বলে
তোমার হাতটা ধরে
আমার ডেরায় নিয়ে এলাম তোমায়।
তোমার কম্পিত চরণ, বুক দুর…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব -২৬
বিষয়- গদ্যকবিতা
শিরোনাম-          এখনো সতর্ক আছি
              প্রদীপ সেন
 তারিখ- ১৯/০৭/২০

যদিদং হৃদয়ং মম বলে বলে
তোমার হাতটা ধরে
আমার ডেরায় নিয়ে এলাম তোমায়।
তোমার কম্পিত চরণ, বুক দুরুদুরু,
দু'চোখে আনন্দ আর সন্দেহের মল্লযুদ্ধ।
আমি জানি, তোমার মনে তুফান বইছিল।
চির পরিচিত আপনজন, চেনা পরিবেশ ফেলে
যেদিকে ফেলেছো পা
না-জানি কী ভবিতব্য অপেক্ষমান।
তুমি মনে মনে ভাগ্য-বাল্মীকিকে জিজ্ঞেস করেছো
তোমাকে নিয়ে লেখা রামায়ণে কোন্ সে অগ্নি পরীক্ষা অপেক্ষমান।
ভেবেছো বুঝিনি কিছু?
বিশ্বাস করো, আমি কিন্তু রাম হতে চাইনি সেদিন
আজও আমি সেই সংকল্পে অনড় অটল।
জানি তুমি নতুন জগতে পায়ে পা মেলাতে গিয়ে
অগ্নিপরীক্ষাই বুঝি দিয়ে গেছো।
এখনও সে সিলসিলা চলমান।
উঁকি দিয়ে দেখেছো কি কোনোদিন
আমিও অগ্নিপরীক্ষাই দিয়ে চলেছি প্রতিদিন?
তুমিই সাম্রাজ্য আমার।
দুদিকেই চলছে জেনো অগ্নিপরীক্ষা
পাছে তোমার চোখে নেমে যাই , এখনো সতর্ক আছি ।
তুমিও নিশ্চিন্ত থাকো
আমার রামায়ণে সীতার অগ্নিপরীক্ষা লেখা নেই।