#দৈনিক_প্রতিযোগিতা_সেরা_কলম_সন্মাননা_পর্ব২৬
#পাঠাও
উদোক্তা_ফাহিম_হত্যাকাণ্ডে_শোকাহত
শিরোনাম: #কি_সাধে_পাঠালে_ধরণীতলে
ডা.শামস রহমান
৪ শ্রাবণ'১৪২৭;১৯/০৭/২০
কি সাধে পাঠালে ধরণীতলে,মাগো তুলে নিলে কার ভুলে
বড় আশা ছিল বাংলার দুঃখ …
#দৈনিক_প্রতিযোগিতা_সেরা_কলম_সন্মাননা_পর্ব২৬
#পাঠাও
উদোক্তা_ফাহিম_হত্যাকাণ্ডে_শোকাহত
শিরোনাম: #কি_সাধে_পাঠালে_ধরণীতলে
ডা.শামস রহমান
৪ শ্রাবণ'১৪২৭;১৯/০৭/২০
কি সাধে পাঠালে ধরণীতলে,মাগো তুলে নিলে কার ভুলে
বড় আশা ছিল বাংলার দুঃখ ঘুঁচাবো,হলো না কার ছলে?
এ কোন পৃথিবী অশ্রু সূর্যোদয়ে দেখি,অস্তচাঁদে আঁখিকোণে
দূর্বৃত্ত ঘুরে যত ঘাতকের বেশে,কেঁড়ে নিলো প্রাণ
কুক্ষণে!
বিধাতা তারে কোথায় পাঠাও,যারে খণ্ড বিখণ্ড করে কৃপাণ
জীবনের হতাশা বাঙালির দুর্দশা মোচনে,ছিল
সে নিবেদিতপ্রাণ
পাঠাও এর হাত ধরে সফল উদ্যোক্তা,সে ছিল
এক দিশারী
স্বপ্ন চোখে দেখে আজন্ম অভিলাষে,সে নিখিল তিমির-বিদারী!
ফুল ফুটেছিল সুগন্ধ ছড়াবে বলে,দংশিছে তারে কীটে
যে মালা গাঁথা হলো না সারা,সে জীবনের আশা গেল মিটে!
অহরহ স্বপ্নগুলো মহীরুহ হয় না কেন,বাঙালির এক জীবনে
ভাটির গানে পলিমাটির টানে,বাঙালি আবেগ ভরেছে প্রাণে!
স্বপ্ন সে চোখে জনসমক্ষে আঁকা,কেন করো তার প্রাণহরণ
ভ্রমরের হুলে দংশিছে মানব কূলে,এই কি তার পরিনাম?
ধীরজ মস্তিষ্ক সাফল্য অবারিত,অক্লান্ত পরিশ্রমে মেলে অফুরন্ত
পথের সঙ্গী সাথী চিনেছ কি তারে,যারে বন্ধু বলে না হন্তা?
পাশবিক হত্যাকাণ্ড এই বিশ্বব্রহ্মাণ্ডে, ঘটে চলে অবিরত
ধরণী পার কর তরণী দিশেহারা,হিংস্র প্রেতাত্মা ঘুরছে নিয়ত!
যে যাবার সে চলে যায়,পড়ে থাকে কত ব্যথায় ভরা জীবন
হৃদয়ের আয়নায় যে প্রতিচ্ছবি ফুটে,যারে ভোলা যায় না আজীবন!
#কপিরাইট_নিষিদ্ধ।