দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব -- ১৬
কবিতা -- অন্ধকার ভেঙ্গে
কলমে -- শ্যামল ব্যানার্জী
০৫/০৭/২০২০
শরীর প্রথিত হয়
শরীরের লুপ্ত কোষে,
জঙ্ঘা দেশে উদাসীন কামনা অপার,
শব্দহীন পদচারণ নাভি শঙ্ক্ষ ঘিরে,
ভৈরবীর আবাহন করেছে সাকা…
দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব -- ১৬
কবিতা -- অন্ধকার ভেঙ্গে
কলমে -- শ্যামল ব্যানার্জী
০৫/০৭/২০২০
শরীর প্রথিত হয়
শরীরের লুপ্ত কোষে,
জঙ্ঘা দেশে উদাসীন কামনা অপার,
শব্দহীন পদচারণ নাভি শঙ্ক্ষ ঘিরে,
ভৈরবীর আবাহন করেছে সাকার।।
নিশ্চুপ রাত্রির সহবাসে তুমি
অতৃপ্ত বাসনার অন্ধকারে,
আমাকে আনো কেন এ পঙ্কিল পৃথিবীতে।।
আমি তো চেয়েছিলাম এক উজ্বল আলো,
বর্ণময় পৃথিবী এক,
বিষ বাস্পে ঢেকে রেখে
বিনিময়ে, কাল রাত্রি দিলে কেন,
হয়তো বা কোথাও প্রয়োজন ছিল, সে তুমি জানো,
হয়তো আমাকে দিয়েই তুমি
অন্ধকার বসতি ভেঙে,
আনতে চাও আলোর উত্তরনে।।
তাই আমায় করেছো তুমি বিদ্রোহী,
বিদ্রোহী দেহে বিদ্রোহী মনে,
গ্লেসিয়ারের ভাঙ্গনের সাথে
আমিও ভাঙ্গি চেতনার সাত রঙে,
তুমিও কি তেমনি করেই অপেক্ষা করে আছো
বিকলাঙ্গ এ শহর, এ দেশ ভাঙ্গবে কবে কাঁচের মতন।।