Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য-সৃষ্টি-সাহিত্য-পরিবার-পাক্ষিক-সেরার-সেরা-লেখনি-সম্মাননা

পাক্ষিক প্রতিযোগিতা:-পর্ব:-০৩
বিষয়:-আধুনিক সম্পর্ক
বিভাগ:-কবিতা
কবিতার শিরোনাম:- "শুধু কিছু কথা"
কবিতা লেখনি:-ডা: সত্যব্রত মজুমদার
তারিখ:-১৬/০৭/২০২০
-----------------------

                  শুধু কিছু কথা


আজ শুধু হবে …


পাক্ষিক প্রতিযোগিতা:-পর্ব:-০৩
বিষয়:-আধুনিক সম্পর্ক
বিভাগ:-কবিতা
কবিতার শিরোনাম:- "শুধু কিছু কথা"
কবিতা লেখনি:-ডা: সত্যব্রত মজুমদার
তারিখ:-১৬/০৭/২০২০
-----------------------

                  শুধু কিছু কথা


আজ শুধু হবে মনের কিছু কথা
ছিন্ন সম্পর্কের জ্বালে বয়ে চলা মনোব্যথা।
অতীতে সেই স্মৃতি যেন ফিরে আসে বারে বারে
স্নেহ মায়া মমতায় ঘেরা বহু জন নিয়ে সকলেরই সাথে।
হৃদয় নিংড়ানো ভালোবাসায়, অন্তরের মাঝে
আপন ধারায় গড়ে ওঠা সেই জগতের কাছে।
আজ দেখি শুধু ছোট ছোট পরিবার,
নেই ভাই, নেই বোন, যন্ত্রে বাঁধা থাকে সকল মনোভাব।
স্বার্থের মাঝে খুঁজে ফেরা মন দেওয়া নেওয়ার খেলা,
ঘিরে থাকে চার দেওয়াল, বোঝা দায়, কখন যায় যে বেলা।
অনাড়ম্বর জীবনের মুক্তমনের চিন্তা, কিছুটা হলেও ম্লান আধুনিক ভাবধারায়
চাকচিক্যের মাঝে খুঁজে ফেরে শুধু মিথ্যে মেকী  জীবনে চাওয়ায়।
আত্মীয় পরিজন হীন একেলা ঘূর্ণাবর্তের মাঝে,
সম্পর্ক থেকে যত পারে দূরে যেতে যেতে,
নিঃসঙ্গ, অনাথ জীবনে দিন শেষে আসে অবসাদ
আধুনিক সম্পর্কের বেড়াজালে পড়ে  অসহায় দিনপাত।
বাস্তবতার বোধ থেকে যায় যে চলে অনেক দূরে
ইন্টারনেটের কাল্পনিক জগতের মাঝে সম্পর্কের বাঁধন গড়ে তোলে।
বিশ্বব্রহ্মাণ্ড হাতের মুঠোয়, তাঁর  মাধ্যমেই  সঙ্গী খোঁজা,
 অনেক চাওয়ার মাঝেই ঘোরে না পাওয়ার বেদনা,
 বর্তমান জগৎ বড়ই রূঢ়, কঠিন, কঠোর, শুধুই স্বপ্ন ভাঙার খেলা,
এইভাবেতেই এগিয়ে যাবে  কল্পলোকের ভেলা।