Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#সূর্য_প্রণাম#শিমলা
চোখের ভিতর হাজারটা চোখ,  মনের ভিতর হাজারটা পথ,  হাতের মুঠোয় অসংখ্য ফুল,চৌকাঠে কড়া পাহারা বসিয়ে রেখেছি, বহুকাল আগে ছাদের কার্ণিশ ভেদ করে একটা অপরাজিতার গাছ মাথা তুলে ছিলো,  ভাঙা ললাটে মঙ্গল টীকার মতো, তারপর প্রে…

 

#সূর্য_প্রণাম

#শিমলা


চোখের ভিতর হাজারটা চোখ, 

 মনের ভিতর হাজারটা পথ,  হাতের মুঠোয় অসংখ্য ফুল,

চৌকাঠে কড়া পাহারা বসিয়ে রেখেছি, 

বহুকাল আগে ছাদের কার্ণিশ ভেদ করে একটা অপরাজিতার গাছ মাথা তুলে ছিলো, 

 ভাঙা ললাটে মঙ্গল টীকার মতো, 

তারপর প্রেমে পড়ে গেলাম তার। 

গণিকার কাছে প্রেমিক পুরুষের মতো রসিয়ে রসিয়ে উপভোগ করতে থাকলাম সৌন্দর্য, 

ওইটুকুই, অমৃতের পেয়ালা চেটে মাতাল হওয়া। 

 প্রায়ই কপালের বাম কোনায় একটা কালো ফোঁটা এঁকে রাখতাম, 

অভ্যেস,,,, পরিণত আলোয় শিশু হয়ে  স্তনযুগলের মাঝখানে লুকিয়ে রক্তচোষার কৌশল, 

হয়, এভাবে অবিরত বহু বুকের পাঁজর ভাঙে, 

অনেক সুগন্ধ মুহূর্তেই  একটা উৎকট গন্ধে পরিণত হয়। 

 বিবসনা আত্মার কাছে তখন অবশিষ্ট আর কিছু থাকে না, 

গণিকার আঁচল খসিয়েও আর তৃপ্ততার জোয়ার আসে না। 

শুধু ভোরটা একই থাকে, 

সূর্য ওঠে, পাখি ডাকে,  নিয়ম করে আড়মোড়া ভাঙে শরীর, 

শুধু সূর্য প্রণাম হয় না।