#সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--- ২২#বিষয়_প্রেম#বিভাগ--কবিতা#শিরোনাম_নহবৎ#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত#ধলেশ্বর_আগরতলা_ত্রিপুরা।#তাং_২০_০৮_২০২০_ইং-----------------------------------------
কি লিখি বলো,লিখতে গিয়েও হাত কেঁপে যায়,ভাবনা গুল…
#সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--- ২২
#বিষয়_প্রেম
#বিভাগ--কবিতা
#শিরোনাম_নহবৎ
#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত
#ধলেশ্বর_আগরতলা_ত্রিপুরা।
#তাং_২০_০৮_২০২০_ইং
-----------------------------------------
কি লিখি বলো,
লিখতে গিয়েও হাত কেঁপে যায়,
ভাবনা গুলো থমকে দাঁড়ায়,
ক্লান্ত চোখে আকাশ পানে
তাইতো চেয়ে রই।
তুমি যে ঝর্ণা ধারা চন্দ্রিমার নীল আভা,
ভালোবাসার স্পন্দন,
সোহাগ ভরা উথাল বাতাস,
শূণ্যতার পূর্ণতা,
হৃদয়ের জয়গান।
আবির রাঙা লাল পলাশ,
ফাগুনের আবাহন।
স্পর্শ সুখের রাতের প্রহর,
জোৎস্নামাখা
স্বপ্নীল আলিঙ্গন।
তোমার ভাবনা আমার মেঘমালা,
শিউলি ফুলের আঘ্রাণ।
ঘাসের উপর শিশির কণা,
মধুর লহরী
ভ্রমরের গুঞ্জন।
মগ্নবিভোর বিশাখা,
আলোক মালার বন্ধন।
হাজারো প্রশ্নের একমুঠো অঙ্গীকার,
স্নিগ্ধ নদীর
প্রতিভাত অঞ্জন।
দম্ভ ভোলা শান্ত আকাশ,
স্বপ্ন মাদল অনির্বাণ।
জাগরণে
যুগের নহবৎ
খেয়ালী মনের সুন্দরবন।