Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দুর্গার-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--২২
বিষয়--প্রেমশিরোনাম--বৃষ্টিবেলার শেষেকলমে--শম্পা চট্টোপাধ্যায় ১৯/০৮/২০২০
আজ পরন্ত বিকেলের আঁচটা জানো আগমনীর সুর ছুঁয়ে দিলো ।তুচ্ছ তাচ্ছিল্য বোধ গুলোচৌকাট পেরিয়ে অবাক বিষ্ময়ে ফিরে দেখলো!তোমাকে! তুমি?
শূন…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--২২


বিষয়--প্রেম

শিরোনাম--বৃষ্টিবেলার শেষে

কলমে--শম্পা চট্টোপাধ্যায় 

১৯/০৮/২০২০


আজ পরন্ত বিকেলের আঁচটা জানো আগমনীর সুর ছুঁয়ে দিলো ।

তুচ্ছ তাচ্ছিল্য বোধ গুলো

চৌকাট পেরিয়ে অবাক বিষ্ময়ে ফিরে দেখলো!

তোমাকে! 

তুমি?


শূন‍্যস্থান পূরণ হবে না জানি কখনও!

তবু বৃষ্টি ধোয়া আকাশটার গায়ে অদৃশ্য ছিন্নপত্র এঁকে দিলো-

কিছু নিজেস্বতা কিছু অসমাপ্ততা কিছু দৃষ্টি বোঝায় স্বপ্ন।

অজানা ঠিকানায় অতৃপ্ত কবিতারা !

ওই শোন শোন পেতে আড়ি,


খেয়ালি আকাশে ভেজা কত কথা,

বাতাসের গায়ে রিমঝিম কলরব,

অকৃপণ প্রকৃতির কিশলয় সমারহে -

উদাসী বাউল মন!

এক ফোঁটা দু ফোঁটা,

ফোঁটা ফোঁটা সহস্র অনুভূতির প্লাবন।

ছুঁয়ে যেতে যেতে এক অপূর্ব কিনারায় পৌঁছলাম!

বৃষ্টি তুমি আর আমি !

আকাশ জুরে সলমাজরি কখনও নীলাম্বরী,

কখন ধুসর কালো অথবা বৃষ্টিধোয়া জলছবি।

এইদিকে বৃষ্টি তুমি আর আমি,


ডুবো জলের আড়শিতে বৃষ্টি মুখ দেখতে যখন অধির!

জানলায় কাঁচে ধুলোর আস্তরনে বৃষ্টির ছোপ দাগ,

পাশ ঘেঁষে দাঁড়ায় দু-দন্ড তারই,

উপচে পরা কত অভিমান উষ্ণ জলে অভিসার!

বলে তোমায় আজও ভালোবাসি।

শূন‍্যস্থান পূরণ হবে না যদিও কখনও!

হয়তো কখনও ?