Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্পী ও শিল্পের মেলবন্ধন নরসিংহ দাস

শিল্পী আর শিল্পের মেল বন্ধন। নিপুণ শৈল্পিক কাজের নমুনার সাক্ষ বার বার দেখা যায়, পেশায় শিক্ষক, মননে শিল্পী নরসিংহ দাসের কারুকার্যে। কলমি শাক, লঙ্কা , কালোজিরে, বিভিন্ন ধরনের সবজি, এমন কি কাগজের টুকরো দিয়ে বিভিন্ন মনীষী দের প্র…


 শিল্পী আর শিল্পের মেল বন্ধন। নিপুণ শৈল্পিক কাজের নমুনার সাক্ষ বার বার দেখা যায়, পেশায় শিক্ষক, মননে শিল্পী নরসিংহ দাসের কারুকার্যে। কলমি শাক, লঙ্কা , কালোজিরে, বিভিন্ন ধরনের সবজি, এমন কি কাগজের টুকরো দিয়ে বিভিন্ন মনীষী দের প্রতিকৃতি তৈরি  করেছেন।

 তিনি বলেন অবসর সময় শিল্পকলার মধ্য দিয়েই কাটাই। আসলে শিল্প করার জন্য সবসময় যে উপকরণ প্রয়োজন‌ তা নয়। সব জায়গায় বা সব সময় প্রয়োজনীয় উপকরণ পাওয়া যায় না। তাই একটু চিন্তা শক্তিকে কাজে লাগাতে পারলেই হাতের কাছে যা পাওয়া যায়, তাই দিয়ে অবয়ব তৈরি করা সম্ভব। আমি তাই করি।

ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার মনের শৈল্পিক ভাবনার প্রকাশ নজর কেড়েছে। এছাড়া তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গে
 যুক্ত।

স্কুলের বাচ্চাদের সঙ্গে যেমন সময় কাটাতে ভালো লাগে তেমনি অবসর সময়ে তিনি শিল্প তৈরি করেন। রসুন এবং তার খোসা দিয়ে কিভাবে অতি অল্প সময়ে এক সুন্দর শিল্প তৈরি করা যায় এই নমুনা দেখলেই বোঝা যায় শিল্পীর শৈল্পিক ভাবনার পরিচয়।