Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

জীবন সমুদ্রে দাঁড়িয়ে( কবিতা)কলমে -রুনা মুখার্জী4/9/2020
 কোনদিন যদি তোমার মনে হয়, এত কাছে থেকেও তোমার থেকে আমি দূরে সরে যাচ্ছি, তাহলে ওই পাহাড়টার দিকে একবার তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে ওটা দূরে সরা নয় ,ওটা তোমার প্রতি জমে…

 


জীবন সমুদ্রে দাঁড়িয়ে( কবিতা)

কলমে -রুনা মুখার্জী

4/9/2020


 কোনদিন যদি তোমার মনে হয়,

 এত কাছে থেকেও তোমার থেকে আমি দূরে সরে যাচ্ছি, 

তাহলে ওই পাহাড়টার দিকে একবার তাকিয়ে দেখো, 

তাহলে বুঝতে পারবে ওটা দূরে সরা নয় ,

ওটা তোমার প্রতি জমে থাকা আমার অভিমানের পাহাড়।

 কোনদিন যদি মনে হয়, সত্যিকারের ভালবাসার পরিবর্তে জীবনে কি পেলে! 

তাহলে চিরসত্য  চন্দ্র ও সূর্য টার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো,

তাহলে বুঝতে পারবে বিনিময়ে পেয়েছো ওই চন্দ্র সূর্যের মতো সত্য আমার অনেক অনেক ভালোবাসা। 

যদি কোনদিন প্রশ্ন জাগে হাতে হাত রেখে সারা জীবন পথ চলার অঙ্গীকার সত্যি না মিথ্যা । 

তখন ঐ স্মৃতি বহনকারী সমুদ্রটার দিকে তাকিয়ে থেকো ,

তাহলে বুঝবে এই অঙ্গীকার., 

সমুদ্রটার  মতই গভীর । 

যদি কোনদিন মনে হয় আমি তোমাকে কষ্ট দিচ্ছি ,

তাহলে ভেবে দেখো এর আগে কি তোমার দেওয়া কোনো আঘাত আমাকে ক্ষতবিক্ষত করেছে?

 জীবনে কোনদিন যদি অসুস্থতার কারণে তোমার পাশে বসে গল্প করতে না পারি তাহলে যদি দূরে সরে যাও তাহলে কষ্ট পাবো না।

 ভাববো এটা আমার ভালোবাসার ব্যর্থতা ।

কোনদিন যদি জেনে বুঝে আমাকে কষ্ট দেয়ার জন্য বারবার কোন কাজ করো, 

সেদিন আমি যতটা কষ্ট পাবো, তার থেকে 10 গুণ বেশি তোমার প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবে আমার।

 সেদিন আমার পরীক্ষায় তুমি  হেরে যাবে ।

কারণ সত্যি কারের ভালোবাসা মানে কাছে নয় পাশে থাকা।

 অপেক্ষা করা ।

 জীবনের শেষ প্রান্তে গিয়ে যদি দেখি ,

তোমার জীবন সাথী কে নিয়ে তোমার ভালোবাসাটা পেশা নয় নেশার মতো সেদিনও জড়িয়ে থাকো শত ভুল বোঝাবুঝি তেও ভেঙে না যায় ,

তবে জানবো সেটা অমর প্রেম।

 কোনদিন যদি মনে হয় তোমার জীবনসাথীর থেকে অন্য কাউকে তোমার একশভাগ সুন্দর লাগছে, বা তাকে পছন্দের একজন মনে হচ্ছে সেদিনও আমি কষ্ট পাবো না।

 তবে তোমার সুখের জন্য সেদিন আমি এতটাই দূরে সরে যাব যে, 

তুমি চাইলেও আর আমার মনকে ফিরে পাবে না।

 সেদিন শুধু একবার আয়নার সামনে তাকিয়ে দেখবে নিজেকে কতটা নিচে নামিয়েছো ।

বিবেককে প্রশ্ন করবে তুমি ঠিক না ভুল মানুষ।