Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

আঁধারে জ্বেলেছি আলো আঁখি খানম ০৪.০৯.২০২০    
এমন ছিল না গো  আমাদের মুখগুলো  , তেরা বেঁকা হয়ে গ্যাছে দেখ, কেমন চোখগুলো ! বিধাতার নিপুণ শৈল্পিক  ছোঁয়ায় ছিল অনন্য এখন তো বিধ্বস্ত নগরীর ধ্বংসস্তূপ, জঘন্য  হাঁ, জঘন্যই বলে, যারা আমাদের…



আঁধারে জ্বেলেছি আলো 

আঁখি খানম 

০৪.০৯.২০২০    


এমন ছিল না গো  আমাদের মুখগুলো  , 

তেরা বেঁকা হয়ে গ্যাছে দেখ, কেমন চোখগুলো ! 

বিধাতার নিপুণ শৈল্পিক  ছোঁয়ায় ছিল অনন্য 

এখন তো বিধ্বস্ত নগরীর ধ্বংসস্তূপ, জঘন্য  

হাঁ, জঘন্যই বলে, যারা আমাদের মেরেছে এসিড 

বিচার পাইনি,কেউ সাক্ষী দেয়নি,কেসও হয়নি প্রসিড  !     


আমরা সবাই দেখতে অনেক সুন্দর ছিলাম, জান ?     

সবার আলাদা আলাদা গল্প থাকলেও,অভিন্ন এখন , 

কত না উপমায় ভূষিত হতো এই নাক, চোখ, মুখ    

মুগ্ধ হয়ে  চেয়ে চেয়ে ক্লান্ত হতো কত তৃষিত চোখ ! 

কাল হলো এ রূপ - লাবণ্য  

মানুষ কেন এত জঘন্য ??? 


স্বপ্নের মতো সুন্দর সেই  দিনগুলো 

আচমকা কোথা থেকে দমকা হাওয়া এলো ! 

চোখের নিমেষে সব শেষ হয়ে গেল  

কি যে জ্বালা আর কাটা ছাগলের মতো তড়পানি 

কিছুতেই কমছিল না যতই ঢালছিল সবাই পানি। 


একটা সময় পর জ্বালা থেমে গেলেও 

ছাইচাপা আগুনের মতো জ্বলছিল অন্তর 

কিন্তু আমরা সে আগুনও দিয়েছি নিভিয়ে 

ঘুরে দাঁড়িয়েছি চোখের জল মুছেছি, মুছছি নিরন্তর  ।  

বাহ্যিক নয়, এখন অন্তরের রূপ বিভা ছড়াবো

যেভাবেই হোক  জীবন আলোয় ভরাবো,        

আরে তোরা তো কাপুরুষ, অপশক্তি 

পেছন থেকে ছুঁড়তিস কি, সাহস থাকত যদি একরত্তি  ????