#ব্যথার_ডালি✍ শৈলেন মন্ডল০৫/০৯/২০২০
এতো সুখ আসে অবনীর বুকেদেখা হয় নাই আগেযে দিকে তাকাই আঁখি ভরে যায়বাঁচিবার সাধ জাগে।
মৃত্যু মিছিলে ভার হয় মনহৃদয়ে বড়ো ব্যথা লাগেসুখের অসুখে ভালবাসা আজহৃদয়ে প্রেম মাগে।
ব্যথার ডালি সাজিয়ে দিয়েপ্রেম মা…
#ব্যথার_ডালি
✍ শৈলেন মন্ডল
০৫/০৯/২০২০
এতো সুখ আসে অবনীর বুকে
দেখা হয় নাই আগে
যে দিকে তাকাই আঁখি ভরে যায়
বাঁচিবার সাধ জাগে।
মৃত্যু মিছিলে ভার হয় মন
হৃদয়ে বড়ো ব্যথা লাগে
সুখের অসুখে ভালবাসা আজ
হৃদয়ে প্রেম মাগে।
ব্যথার ডালি সাজিয়ে দিয়ে
প্রেম মাগি অবিরত
সুখের কিনারায় মরিচিকা হাসে
কান্নায় ভেজে কষ্ট কতো।
প্রদীপের শিখা টিমটিমে জ্বলে
সলতে শুধু প্রহর গোনে
অপেক্ষায় থেকে আজও মন
দুঃস্বপ্নের বিভোরে তাই আনমনে।
********************
#নতুন_করে_সাজো
✍ শৈলেন মন্ডল
০৩/০৯/২০২০
প্রকৃতি তুমি আবার নতুন করে সেজে ওঠো। দুরন্ত অতিমারী যাক চলে।
আমরা আবার নতুন দিনের ভোরকে আলিঙ্গন করবো। তুমি না হয় তোমার মতো হাসবে সারাবেলা।
আবার নতুন করে দেখবো আশ মিটিয়ে ঘাসের ওপর মুক্তোদানা ছড়ানোর মতো শিশিরের বিন্দু। আবার আসুক কাশের বনে ফুলের সমাবেশ।
বাতাসে কাশের বনে ঢেউ জাগিয়ে নব কলেবর নিক আগমণীর গান। শিউলি গাছে শিউলি ফুটুক উঠোন জুড়ে।
শিশুরা আবার দৌড়ে খেলুক শিউলি বনে ফুল কুড়িয়ে। তোমার আকাশ তোমার বাতাস নতুন ঢেউয়ে মাতুক।
হালকা হাওয়ায় দুলে দুলে মেঘ চলে যাক ভেসে। তাতে সারি সারি বকের মেলা উড়ুক দুলে দুলে।
হঠাৎ আবার বৃষ্টি আসুক কালো মেঘের কোলে। ময়ূর আবার পেখম মেলে নাচুক তালে তালে। আবার তুমি শান্ত হয়ে সবকিছু দাও ফিরিয়ে।
পাহাড়ের ঘুম দাও ভাঙ্গিয়ে আবার উঠুক জেগে। নতুন করে ঝর্ণা নামাও আনন্দেরই গান গেয়ে।
মনের নাচন হোক আবার বাঁধন হারা আগের মতো করে।
ওগো প্রকৃতি তুমি আবার ঠিক আগের মতো করেই সেজে ওঠো নতুন করে।
*****************
#নিকোটিনে_নিঃসঙ্গতায়
✍ শৈলেন মন্ডল
৩১/০৮/২০২০
প্রতিটি রাত নামে নিঃসঙ্গতায় নিকোটিনের বিষাদময় মুহুর্ত নিয়ে।
জীর্ন আঁখিপাতের বলিরেখাটাও অবশ্যম্ভাবী ক্ষিপ্ত জ্বালাময়।
মনের আঙিনায় ক্রমাগত শোনিত ধারার বিষাদময় সৃজনী আল্পনা।
নির্বাক ওষ্ঠাগত মনটা যেন ক্রমশ চিতার দিকে আগুয়ান।
আটকুঠুরীর বিকলাঙ্গ রক্তক্ষরণের শেষ ঘুমের হাসিটা বিন্যাস আকারে সাজায়।
নিত্যদিনের ঘাত প্রতিঘাতের সংগ্রামে অতীত স্মৃতিগুলো কেমন যেনো ফিকে হয়ে রয়েছে।
আঁখির কোনে নেমে আসে শ্রাবণের প্রহসনময় বৃষ্টির ধারা তোর নামে।
তোর প্রতিটি অবহেলা এসে নীরবে নিভৃতে মনের আয়নার কাঁচ ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করে যায়।
নতুন ভোরের আশায় মিথ্যে স্বপ্নগুলো কপালে সুখ ছুঁয়ে যাবে বলে মিথ্যে বাহানা দেখায়।
তোর প্রেমের ক্ষত ঢাকতে দিনের পর দিন মিথ্যে উপসংহারনামায় স্মারকলিপির উপস্হিতি।
মনের ভারসাম্যহীনতায় গোপন অাঁতাতের ভালবাসার তীব্র অজুহাত।
***************
#এভাবেই_তুই_থাকিস
✍ শৈলেন মন্ডল
৩০/০৮/২০২০
বন্ধু তোকে দিয়েছি অনেক ভালবাসা
তুই এভাবেই বুকের মাঝে থাকিস।
তুই আমার সাতজন্মের গলার মনিহার
সুখে দুঃখে এভাবেই পাশে থাকিস।
সুখের সাগরে ভেসে যাই যদি
হাতটা রাখিস শুধু হাতের পরে
দুঃখের ভেলায় দিকভ্রান্ত হই যদি
হাতটি ধরে আমায় টেনে রাখিস।
শত আলোকবর্ষ দূরে হারিয়ে যাই যদি
আসবো ফিরে তোর কাছেতে আবার
খুঁজে নেবো আবার তোকে আমি
হারিয়ে যাস সবার মাঝে যদি
জানি তুই থাকবি যে অপেক্ষায়।
মনের ঘোরে সব সময় তুই আছিস
সকল কাজের মাঝেও মন জুড়ে
এমনি ভাবে আগলে রাখিস আমায়
সম্পর্কের জলে ভিজিয়ে নেবো তোকে।
আগের মতো ভিজবো শ্রাবণধারায়
পরম উষ্ণতায় সোহাগ দেবো আলিঙ্গনে
ভালবাসায় যদি এভাবেই জড়িয়ে রাখিস
বন্ধু তুই এভাবেই মন জুড়ে মন ছুঁয়ে থাকিস।
*************
#নির্জনতার_হাতছানি
✍ শৈলেন মন্ডল
২৮/০৮/২০২০
সুগভীর নির্জনতায় পাহাড়গুলো খুব কাছে টানে। বহুবার আমি ঐ নির্জনতায় সামিল হয়েছি।
আকাশ ছোঁয়ার সফলতা পেতে অনেকবার দিগন্তরেখা ছুঁতে চেয়েছি আমি।একলা নিরুদ্দেশে বারে বারে আমি মেঘ হয়ে ভাসতে চেয়েছি।
কখনও বা আকাশের রঙে ছবি আঁকতে চেয়েছি নিজেকে হারিয়ে বারে বারে।
মন শুধু ভেসে বেড়ায় দূর হতে বহু দূরে। স্বপ্নেরাও কালের গতি মানতে চায় না আর। তারও ডানা মেলেছে দূরে ঐ নীল সীমানায়।
সময়ের ব্যবধানে মন এঁকেছে নানান রঙে ছবি মনের গহীনে।
বেহাগী সুরে মন গেয়ে ওঠে গান গুনগুনিয়ে নিজের অজান্তে। মনে ভেসে ওঠে সব সময় তোমারই সেই ভুবন ভোলানো হাসি মুখটা।
এখনও আমি আর আমার ছায়া স্হির বিন্দুতে বিলম্বিত লয়ে অবস্হান করছি।
মনের স্হিরতা কবেই গেছে হারিয়ে,মাঝে মাঝে চোখ দিয়ে বয়ে যায় বিচ্ছিন্নতায় ভরা আবেদনময় জলের চোরা স্রোত।
যে অস্হির মনটা একদিন অনেক স্বপ্ন দেখে আকাশে ভাসতে চেয়েছিল আজ সে কেমন স্হবির হয়ে গেছে।
থমকে গেছে আবেগ ভরা সুর মুর্চ্ছনা। হারিয়ে গেছে আবেগ স্বপ্ন কোন অজানা কাঙ্খিত কামনায়।
এখন শুধু তোমারই আসার অপেক্ষায় পথ চেয়ে আর দুচোখে ভাসে তোমারই প্রতিচ্ছবি।