পূর্ব মেদিনীপুর কাঁথি ও এগরা থানার যৌথ উদ্যোগে চার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে করোনার আবহে এই সব দুর্ধর্ষ ডাকাতের দল ইদানিং ডাকাতির ভোল বদলেছিল।ব্যাঙ্ক,পেট্রোল পাম্প,সোনার দোকান সহ বিভিন্ন বিত্তশা…
পূর্ব মেদিনীপুর কাঁথি ও এগরা থানার যৌথ উদ্যোগে চার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে করোনার আবহে এই সব দুর্ধর্ষ ডাকাতের দল ইদানিং ডাকাতির ভোল বদলেছিল।ব্যাঙ্ক,পেট্রোল পাম্প,সোনার দোকান সহ বিভিন্ন বিত্তশালীদের বাড়ী ডাকাতির কাজ বদলে চুরি ছিনতাইতে ছোটখাটো দোকান চুরির কাজে লিপ্ত হয়ে ছিল। বৃহস্পতিবার গভীর রাতে এলাকার একটি বাজার, দুটি মদের ঠেক,ও ওড়িষার বর্ডার থেকে চার ডাকাতকে গ্রেতার করে।হানা দেওয়ার সময় আরো বেশ কয়েকজন ডাকাত চম্পট দেয়।তাদের তল্লাশি চালানো চলছে।
ধৃতদের কাছথেকে পূর্বের ডাকাতির প্রায় লক্ষাধিক নগদ টাকা সোনার গহনা সহ ধারালো অস্ত্র ও ডাকাতির সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।