#শিরোনাম_অপবিত্র_পবিত্রবা#কলমে_মীরা_সান্ডেল(29/9/2020)#বিভাগ_কবিতা
খড়ের উপর হালকা মাটির প্রলেপ যখন পড়ে তিলে তিলে তিলোত্তমা উঠছে দেখ গড়ে ।
শিউলি তলা আলো করে কমলা সাদার বাহার ঘাসের ডগায় হিরের দ্যুতির …
#শিরোনাম_অপবিত্র_পবিত্রবা
#কলমে_মীরা_সান্ডেল(29/9/2020)
#বিভাগ_কবিতা
খড়ের উপর হালকা মাটির
প্রলেপ যখন পড়ে
তিলে তিলে তিলোত্তমা
উঠছে দেখ গড়ে ।
শিউলি তলা আলো করে
কমলা সাদার বাহার
ঘাসের ডগায় হিরের দ্যুতির
ঝিলিক চমৎকার।
কাশের গুচ্ছের মাতামাতি
পটুয়া পাড়ায় রঙ
রাতারাতি মেঘের বুকে
নীলচে সাদার ঢঙ।
কত দিনের প্রতীক্ষাতে
জাগবে দুটি চোখ
পটুয়া পাড়ায় হাট বেসেছে
যেন ইন্দ্রলোক।
একে একে প্রতিপদ আর
দ্বিতীয়া চলে যায়
চাঁদ উঠেছে কুমড়ো ফালি
পশ্চিমা তৃতীয়ায়।
চতুর্থী শেষে পঞ্চমী বলে
জাগলে নাগো মা
ষষ্ঠী এল কাল যে তোমার
বোধন হবে উমা।
বারাঙ্গনার অঙিনার মাটির
স্পর্শটুকু পেলে
তবেই তোমার ফুটবে দৃষ্টি
নয়ন দুটি মেলে।
সমাজের যে অপাংক্তেয়
বারবনিতা হলেও
সবার উর্ধে ঠাঁই দিলে মা
মেয়ে নষ্ট বলেও।
চোখের আবরণ সরিয়ে দিয়ে
জিতিয়ে তুমি দিলে
অপবিত্র পবিত্রবা অহং টুটে
ওই গঙ্গার জলে।
জগতের সব হলাহল সে
নিজের গর্ভে ধরে
কলুষমুক্ত দেশ দেখালো
রাত বিক্রি করে।