Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৈকতের আঙিনায় সৈকত সাহিত্য আড্ডা

করোনাকে আমরা সম্পূর্ণ জয় করতে পারিনি। কিন্তু করোনা ভয় অনেকটাই কাটিয়ে উঠেছি। ফিরছি সাবধানতা মেনে জীবনের স্বাভাবিক ছন্দে। তারই মধ্যে আমাদের আকাঙ্খিত , বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী উৎসব দূর্গা পূজা। যা করোনা আবহে অনেকটাই ম্লান। সেই পুণ…

 



করোনাকে আমরা সম্পূর্ণ জয় করতে পারিনি। কিন্তু করোনা ভয় অনেকটাই কাটিয়ে উঠেছি। ফিরছি সাবধানতা মেনে জীবনের স্বাভাবিক ছন্দে। তারই মধ্যে আমাদের আকাঙ্খিত , বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী উৎসব দূর্গা পূজা। যা করোনা আবহে অনেকটাই ম্লান। সেই পুণ্য লগ্নে মননে, সংস্কৃতিতে, সাহিত্যে বাঙালি মনের রসদের অনুপ্রেরণায় সব সাবধানতা নিয়েই সাহিত্যের আঙিনায় কাঁথির সৈকত সাহিত্য আড্ডায়।

হয়ে গেল মহাষষ্ঠীর পূণ্যলগ্নে শব্দরঙ হাউস আয়োজিত সৈকত সাহিত্য আড্ডা । সাহিত্য সম্মেলন ও বই প্রকাশ অনুষ্ঠানে জলে পদ্ম ভাসিয়ে উদ্বোধন করেন কবি বিকাশ চন্দ ও কবি দীপক হোতা। 

শব্দরঙ হাউসের উদ্বোধন করেন সন্দীপ জানা।একটি সংকলন ও প্রকাশিত হয় দুই বাংলার ৭-১ দশক পর্যন্ত বিশিষ্ট লেখকদের নিয়ে। এ ছাড়াও একটি বাংলা সংকলন প্রকাশিত হয় “বিষ পাড়ার হাঁড়িকথা”।  সঙ্গে দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কবি বিকাশ চন্দের কাব্যগ্রন্থ অনুচ্চারিত শব্দের কোলাহল ও কবি দীপক হোতার কাব্যগ্রন্থ শস্যের ভূগোল।

 করোনা সময়ের সমস্ত বিধি নিয়ম মেনে একটি মনোজ্ঞ সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয় ‌। কবিতা পাঠ করেন- অরিন্দম প্রধান, দীপক হোতা, বিকাশ চন্দ,মলয় পাহাড়ি,মঞ্জীর বাগ, দীপঙ্কর গিরি, অঞ্জন দাস, বিপ্লব ভূঞ্যা, মেহবুব গায়েন,বিরথ মণ্ডল। সেতার আবহে সুকুমার পড়য়্যা। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সঞ্চালক ও সম্পাদক অঞ্জন দাস ।