Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিট-সেরা-সম্মাননা

বিভাগ -কবিতা কচু পাতায় পানি /ফয়জুর রহমান/২৯/৯/২০২০
জোৎস্না রাতে কে দেখেছেকচু পাতায় জল ।মেঘ বালিকা পরেছিল পায়ে চাঁদের মল ।
দেখেছিলুম বুকের ভাষা ঝিলিক দিয়ে হাসে ।দাঁড়িয়ে ছিলুম একটুখানিকচু পাতার পাশে ।
আপনভোলা পাব কোথায়তন্ময়ে রাত কালো …

 


বিভাগ -কবিতা 

কচু পাতায় পানি /

ফয়জুর রহমান/

২৯/৯/২০২০


জোৎস্না রাতে কে দেখেছে

কচু পাতায় জল ।

মেঘ বালিকা পরেছিল 

পায়ে চাঁদের মল ।


দেখেছিলুম বুকের ভাষা 

ঝিলিক দিয়ে হাসে ।

দাঁড়িয়ে ছিলুম একটুখানি

কচু পাতার পাশে ।


আপনভোলা পাব কোথায়

তন্ময়ে রাত কালো ।

নিজের কথা রকমফেরে 

অন্য রকম হলো ।


জীবদ্দশায় ঘুমিয়ে ছিলো

আকাশ নিয়ে সুখে ।

ভাগ্যগুণে দুকূল ভাসে

কচু পাতার বুকে ।


বসতবাটী আকাশ ছেড়ে

কচু পাতায় পানি ।

হাতেনাতে প্রেমের ছোঁয়া

লজ্জাতে প্রাণ হানি ।


এতটুকুন জলের ফোঁটা

হরিণ ভীরু মন ।

সমাবেশে আপন ভোলায়

কেউ নহে আপন ।


রচনা কাল -২৮/৯/২০২০ ম্যানার পার্ক

লন্ডল ।