Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#উমার_সেকাল_একাল ************************#চৈতালী_ব্যানার্জী 10/10/2020----------------------------------একালের উমা সেকালের উমা     নয়তো আলাদা মোটে দশ দিক একা  হাতে সামলাতে      দশভূজা হয়ে ছোটে !সেকালের উমা অসুর নাশিনী       অস্ত্…

 


#উমার_সেকাল_একাল 

************************

#চৈতালী_ব্যানার্জী 

10/10/2020

----------------------------------

একালের উমা সেকালের উমা 

    নয়তো আলাদা মোটে 

দশ দিক একা  হাতে সামলাতে 

     দশভূজা হয়ে ছোটে !

সেকালের উমা অসুর নাশিনী 

      অস্ত্র ধরেছে হাতে, 

একালের উমা পিশাচ মারতে 

       উদ্যত সংঘাতে ll

সেকালের উমা স্নেহ মায়া দিয়ে 

      সংসার আগলায় , 

একালের উমা ঘর ও বাহির

       একাধারে সামলায় l

সেকালের উমা সিংহবাহিনী 

       ত্রিশূলে অসুর নাশে, 

একালের উমা স্বয়ংসিদ্ধা

        স্বাধীনতা ভালোবাসে l

সেকালের উমা নিজ ক্ষমতায় 

      ত্রিভুবন করে জয়, 

একালের উমা শক্তি সাহস 

         মেধায় বিশ্ব জয় !

সেকালে একালে উমা অভিন্ন 

      নেইতো বিশেষ ভেদ, 

অশুভ শক্তি বিনাশ করার 

      রীতিতে পড়েনি ছেদ !

জননী ঘরণী কন্যা রূপেতে 

       বাঁচাতে এ সংসারে, 

যুগ যুগ ধরে দশভুজা হয়ে 

        দশ হাতে অস্ত্র ধরে ll


***********************************