Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা : অসুখ কলমে : স্নিগ্ধা পণ্ডিত তারিখ : 12/10/2020
তুমি একটা ভোর রেখো আমার জন্য, যে ভোরে শিশিরে ভেজা তুমি থাকবে এক বুক নির্মল ভালোবাসা নিয়ে, আমার ঘুম না ভাঙা ঠোঁটে একবিন্দু শিশির রেখে বলবে.... কি গো, তাপ লাগছে লোমকূপে? আমি ত…

 


কবিতা : অসুখ 

কলমে : স্নিগ্ধা পণ্ডিত 

তারিখ : 12/10/2020


তুমি একটা ভোর রেখো আমার জন্য, 

যে ভোরে শিশিরে ভেজা তুমি থাকবে 

এক বুক নির্মল ভালোবাসা নিয়ে, 

আমার ঘুম না ভাঙা ঠোঁটে 

একবিন্দু শিশির রেখে বলবে.... 

কি গো, তাপ লাগছে লোমকূপে? 

আমি তোমার হাতের 

পাঁচ আঙুলের আলিঙ্গনে রাখবো

আমার পাঁচ আঙুল, 

আর অস্ফুট স্বরে বলবো.... 

প্লিজ, আর একটু ঘুমোতে দাও। 


তুমি একটা ক্লান্ত দুপুর রেখো আমার জন্য 

যে দুপুরে থাকবে তোমার অদ্ভুত সুশ্রুষা 

একান্ত আমার আমার জন্য, 

যে দুপুরে সবার অলক্ষ্যে 

আমায় বকা দিয়ে বলবে..... 

এ কি করেছো তুমি? 

এমন অসুখ বাঁধিয়েছো যে সারবে না কক্ষনো ;

হৃদয় পুড়িয়ে এমন করে কেউ ভালোবাসে বুঝি ? 


আমি তোমার সেই খেপির মত 

অট্টহাসি হেসে বলবো...... 

আহা, এ অসুখে যে কত সুখ আছে 

তা যদি জানতে তুমি, 

শুধু ভালোবাসলেই হয় না গো 

এক্কেবারে অন্তহীন ভালোবাসতে হয়। 


তুমি একটা রাত রেখো আমার জন্য, 

যে রাতে আকাশে তারাদের জাগা ও বারণ থাকবে, 

যে রাতে আহঃ নেবে আমার তাপে, 

আর তোমার শিরা হতে আমার উপশিরা পর্যন্ত 

চলবে অগ্নুৎপাতের নিষিদ্ধ প্রবাহ। 


তখন হয়তো বুঝবে..... 

অসুখের তীব্র আর্তনাদ 

কি ভাবে সুখের ঠিকানা রেখে যায় 

পোড়া হৃদয়ের এক কোণে।