শিরোনাম ★তুমিই আমার মা★কলমে- স্বপন কুমার মান্না তাং- ১২/১০/২০২০তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম আমি,জন্মভূমি মা গো আমার
সবার চেয়ে দামী।
রূপে গুণে অসীম অতল গাছগাছালির মাঝে, মন মাতানো পাখির কূজন সকাল দুপুর সাঁঝে।
সবুজ মাঠের অরূপ শোভা…
শিরোনাম ★তুমিই আমার মা★
কলমে- স্বপন কুমার মান্না
তাং- ১২/১০/২০২০
তোমার কোলে জন্ম নিয়ে
ধন্য হলাম আমি,
জন্মভূমি মা গো আমার
সবার চেয়ে দামী।
রূপে গুণে অসীম অতল
গাছগাছালির মাঝে,
মন মাতানো পাখির কূজন
সকাল দুপুর সাঁঝে।
সবুজ মাঠের অরূপ শোভা
নদীর কুলু ধ্বনি,
আকাশ নীলে মেঘের ভেলা
সবার চোখের মণি।
তোমার ব্যথায় অশ্রু ঝরে
তোমার সুখে হাসি,
মধুর তোমার বাংলা ভাষা
ভীষণ ভালোবাসি।
তুমিইতো মা সব দিয়েছ
নাওনি কিছুই চেয়ে,
তোমার স্নেহের আঁচল খানি
আমার হৃদয় ছেয়ে।
*******************