Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম:#পি_পু_ফি_শুকলমে: নিতাই মৃধা।তাং-১২/১০/২০.আজ মনে পড়ে সেই প্রবাদটির কথা,সেই দুই  অলস বন্ধুর মতনআমরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছি!কথার ফুলঝুরিতে নয়তো বা বালিশে মুখ গুঁজে স্বপ্নে বিভোর!আগুন লেগেছে ঘরে,সেই আগুনের ফুলকিতে যখনপিঠ প…

 


শিরোনাম:#পি_পু_ফি_শু

কলমে: নিতাই মৃধা।

তাং-১২/১০/২০.

আজ মনে পড়ে সেই প্রবাদটির কথা,

সেই দুই  অলস বন্ধুর মতন

আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছি!

কথার ফুলঝুরিতে নয়তো বা 

বালিশে মুখ গুঁজে স্বপ্নে বিভোর!

আগুন লেগেছে ঘরে,

সেই আগুনের ফুলকিতে যখন

পিঠ পুড়ে যায়,কে আর বেশি কথা বলে!


এক বন্ধু বলে-পি.পু.অর্থাৎ পিঠ যে পোড়ে,

দ্বিতীয়জন বলে-ফি.শু অর্থাৎ ফিরে শো।

এভাবেই দুই বন্ধু সেদিন আগুনে পুড়ে 

হয়েছিল জীবন্ত-দগ্ধ!


আমরাও তেমনি নিশ্চিন্তে আছি ঘুমিয়ে আছি।

রান্নাঘরে, পকেটে আগুন লাগলে--

বলছি- ফি-শু,-ফিরে শো!

আগুন ধরেছে রেলে,বিমানে, বনাঞ্চলে,

কল-কারখানায়,

আমরা তখন ব্যস্ত আছি খানাপিনায়।

রোম যখন জ্বলে, নীরো তখন বাঁশি বাজায়।


হাজার বেকারের আত্মহনন, 

নয়তো কর্মহীনমানুষের হাহাকার,

কে রাখে খবর তার!

প্রতিদিন ভোরের শিউলির মত

 নীরবে-নিঃশব্দে ঝরে পড়ে রাতের আঁধারে!

এভাবে গোটা দেশ যখন আগুনে জ্বলে-পুড়ে

ছাই অর্থাৎ বিক্রি হয়ে যাবে,

তখন মনে পড়বে কুয়ো খোঁড়ার কথা!


,