Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি, সাহিত্যিক সুব্রত মিত্রের কবিতা গুচ্ছ

মন কাব্যসুব্রত মিত্র
সবকিছুর হয়ে যায় বিসর্জনতোমাদের তরে ভাসায়েছি তরীখানি;ডুবে গেল সব সম্বলকরে তাড়াহুড়ো হয়ে গেলাম বুড়োবৃথা আজ হয় বুঝি দেখো সব পুঁজিপুতি আর অর্থ উপার্জন
চাওয়াতেই থেকো তুমি সুখে;পাওয়াতে না পাওয়ার বিষাদ কেন আনো?না পাওয়…

 


 মন কাব্য

সুব্রত মিত্র


সবকিছুর হয়ে যায় বিসর্জন

তোমাদের তরে ভাসায়েছি তরীখানি;ডুবে গেল সব সম্বল

করে তাড়াহুড়ো হয়ে গেলাম বুড়ো

বৃথা আজ হয় বুঝি দেখো সব পুঁজিপুতি আর অর্থ উপার্জন


চাওয়াতেই থেকো তুমি সুখে;

পাওয়াতে না পাওয়ার বিষাদ কেন আনো?

না পাওয়াটা ভাবলেই প্রাণ যাবে দুঃখে,

আসা-যাওয়ার মাঝে যাওয়াটাই বোঝে লোকে

এই পৃথিবীতে আসাটাই বড় কথা কেমনে বোঝাই তাকে?


তোমরা নাহয় জীবন গড়ো

জীবনের পরেও যদি কিছু রেখে যাই তবেই আমায় মনে করো

জানি;টাকাটাই সবকিছু

অযাচিত আর যাচিত সকল সমাজ ঘোরে টাকারই পিছুপিছু

অক্লেশ আর আত্মসন্তুষ্টির যে আবরণ আমায় ভাবায় সারাক্ষণ

মম অবনি সম কোন চিন্তার বেশে ঘুরি আমি দেশে দেশে

এহেন মোর পরিচয়;এহেন মোর চিন্তাচেতন।

********************

 বন্ধন ছেদন

সুব্রত মিত্র


খাই ভাইরাস;মাখি ভাইরাস;দেখি ভাইরাস চারিদিকে

দেবতারা মহামান্য মঞ্চে উঠে হয় ধন্য

পিপাসাকে জিইয়ে রেখে তুলে ধরে তৃষ্ণার্তকে,


ঘুম ভাঙ্গা চোখে ছুটি নিরুদ্দেশ গন্তব্যের ঠিকানায়

গন্তব্যে মন্তব্যের পাইনি ঠাহর

পাইনি কোন নির্ভেজাল পাঠশালার আশ্রয়


মাটি খায় ঐ দরিদ্র শিশু

ধুলো মাখে গায়ে দরিদ্র কিশোর

জল খেয়ে বাঁচে দরিদ্র নগর

আমি কবি তাই কবিতায় রই বিভোর


কর্মসংযোগ কেড়ে নিয়েছে নেতাদের ভ্রাতৃগণ

ফানুস ছাড়ে;জনসংযোগের পাহাড় গড়ে

হতে চায় জনদরদী,হতে চায় আপন


সুখী লোক দুঃখী রয়

দুঃখী লোক সুখী হয়

দুঃখ-সুখের মাপকাঠিটা করে বসবাস ব্যক্তিগত মনস্কামনায়


বন্ধন ছিঁড়ে যায় মানুষের

বন্ধন ছিঁড়ে যায় আমার।

*******************

: মন কাব্য

সুব্রত মিত্র


সবকিছুর হয়ে যায় বিসর্জন

তোমাদের তরে ভাসায়েছি তরীখানি;ডুবে গেল সব সম্বল

করে তাড়াহুড়ো হয়ে গেলাম বুড়ো

বৃথা আজ হয় বুঝি দেখো সব পুঁজিপুতি আর অর্থ উপার্জন


চাওয়াতেই থেকো তুমি সুখে;

পাওয়াতে না পাওয়ার বিষাদ কেন আনো?

না পাওয়াটা ভাবলেই প্রাণ যাবে দুঃখে,

আসা-যাওয়ার মাঝে যাওয়াটাই বোঝে লোকে

এই পৃথিবীতে আসাটাই বড় কথা কেমনে বোঝাই তাকে?


তোমরা নাহয় জীবন গড়ো

জীবনের পরেও যদি কিছু রেখে যাই তবেই আমায় মনে করো

জানি;টাকাটাই সবকিছু

অযাচিত আর যাচিত সকল সমাজ ঘোরে টাকারই পিছুপিছু

অক্লেশ আর আত্মসন্তুষ্টির যে আবরণ আমায় ভাবায় সারাক্ষণ

মম অবনি সম কোন চিন্তার বেশে ঘুরি আমি দেশে দেশে

এহেন মোর পরিচয়;এহেন মোর চিন্তাচেতন।