Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

আছে, কিন্তু থাকলেই বা কি                  প্রদীপ সেন      আগরতলা, ১৩/১১/২০
এ মাটিকে যতোটা শুষ্ক, প্রাণহীন মনে হয় আসলে তা নয়। এ মাটিও অন্তঃসলিলা। মরুভূমিও জানে সে কথা। কিন্তু থাকলেই বা কী?মরু-উদ্ভিদ পিপাসার্তই থাকে চিরকাল।তারাও জান…

 


আছে, কিন্তু থাকলেই বা কি

                  প্রদীপ সেন

      আগরতলা, ১৩/১১/২০


এ মাটিকে যতোটা শুষ্ক, প্রাণহীন মনে হয় 

আসলে তা নয়। 

এ মাটিও অন্তঃসলিলা। মরুভূমিও জানে সে কথা। 

কিন্তু থাকলেই বা কী?

মরু-উদ্ভিদ পিপাসার্তই থাকে চিরকাল।

তারাও জানে, থাকাটাই যথেষ্ট নয়।

হেঁসেল আর ক্ষুুধার্তের থালার মাঝে

দূরপনেয় দূরত্ব যেখানে

সেখানে থাকা আর না-থাকার মধ্যিখানে

পার্থক্যের লক্ষ্মণরেখার অস্তিত্ব থাকে না ।

মেঘ-ভরা জল গোবি-সাহারার আকাশে চরে বেড়ায়

অথচ প্রাপ্তির ঝোলা ভরে চেরাপুঞ্জি। 

উদ্বর্তের দানটুকুও অন্য কেউ কেড়ে নেয়।

গোবি- সাহারাই হাড়ে হাড়ে বোঝে

আছে, কিন্তু থাকলেই বা কী!