Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

তর্জনী // কাজী জুবেরী মোস্তাক
তোমাকে প্রশ্ন করলেই যদি রাষ্ট্রদ্রোহী হতে হয় ;তবে এই মানচিত্রটাও কিন্তু আমার না ।অধিকার চাওয়া যদি অনধিকার চর্চা মনে হয় ;এ নাগরিকত্ব তবে আমিও আর চাইনা ।ন্যায় বিচারের জন্য যদি জনতা রাস্তায় দাঁড়ায়…

 


তর্জনী // কাজী জুবেরী মোস্তাক


তোমাকে প্রশ্ন করলেই যদি রাষ্ট্রদ্রোহী হতে হয় ;

তবে এই মানচিত্রটাও কিন্তু আমার না ।

অধিকার চাওয়া যদি অনধিকার চর্চা মনে হয় ;

এ নাগরিকত্ব তবে আমিও আর চাইনা ।

ন্যায় বিচারের জন্য যদি জনতা রাস্তায় দাঁড়ায় ;

তবে আইন আদালত জনতার জন্য না ।

চোখে চোখ রাখাটাও যদি চোখ রাঙানোই হয় ;

তবে জেনে রেখো আমি দূর্বল ভীতু না ।

অন্যায়ের প্রতিবাদেও যদি অপরাধীই হতে হয় ;

একদিন কেউ আর প্রতিবাদ করবে না ।

ক্ষমতার লোভে যদি রাষ্ট্রযন্ত্রটাই পাপাচারী হয় ;

তাহলে আমজনতারও মুক্তি মিলবেনা ।

তোমার স্বার্থে যদি আমজনতার বলি হতে হয় ;

একদিন তুমিও জনতার দেখা পাবেনা ।

যদি কোনদিন এই জনতার তর্জনী জেগে যায় ;

সেদিন পরাজয় আটকাতে পারবে না ।


                                                    ১৪/১১/২০২০খ্রীঃ