Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

গদ্য কবিতা  উনসত্তুরের প্রেমকলমে ## আমি সুচিত্রা ##12/11/2020---------------------------------------
উনসত্তুর বছরের মানুষটা বাস ডিপোর কাছে দাঁড়িয়েছে প্রেমিকার অপেক্ষায়।চোখে বন্য বন্য স্বপ্ন মানুষটার।তখন বর্ষাকাল। বৃষ্টির জল জম…

 


গদ্য কবিতা 

 উনসত্তুরের প্রেম

কলমে ## আমি সুচিত্রা ##

12/11/2020

---------------------------------------


উনসত্তুর বছরের মানুষটা বাস ডিপোর কাছে দাঁড়িয়েছে প্রেমিকার অপেক্ষায়।

চোখে বন্য বন্য স্বপ্ন মানুষটার।

তখন বর্ষাকাল।

 বৃষ্টির জল জমা পথে প্রেমিকা পৌঁছালো এক গাল হাসি মুখে।

 রিক্সায় দুজনে পাশাপাশি সামান্য একটু কাছাকাছি।

মানিকতলা যেতেই পায়ে হাঁটা পথে দুজনে এগুতে থাকে নির্দিষ্ট গন্তব্যে।

দুরে নাগরিক নিয়নের বাতি জ্বলছিলো;লাল - নীল - হলুদ।

অবশেষে সন্ধ্যারাতে পৌছুলো একশো সাত নং ফ্ল্যাটে।

লিফটে আরেকটু ঘনিষ্ঠ দুজনে।


 কলিংবেল টিপতেই দরজা খুলে দিলো কাজের মাসি।

স্তুপীকৃত বইয়ের মধ্যে মুখ গুঁজে বিখ্যাত নারী।


 অনেকটা পথ পেরিয়ে প্রেমিকা পৌঁছেছিলো তিলোত্তমা কলকাতায়।


ইস্পাতের মতো টানটান শরীরে বইগুলো দেখছিলো ঘুরে ঘুরে।

  সেদিন মানিকতলাটা মনে হলো অভীষ্ট পূরণের একমাত্র সেতু।

গলানো ইস্পাতের মতো গলগল করে ঝরে পড়লো মনের লুকানো ইচ্ছে।

কালো কালির অক্ষরের বৈধ প্রেমে ভুলে গেলো উনসত্তুরের প্রেমিকের উপস্থিতি।

গোগ্রাসে গিলতে থাকে বইয়ের নানা পদের পরমান্ন।

ধীরে ধীরে শুরু হয় , নূন হলুদ সহকারে অপটু হাতে রান্নার রেসিপি।

একদিন ভুলে গেলো উনসত্তুরের প্রেমিক মানুষটাকে।

সে এক অন্য মানুষ।

------------------------------------------------

12/11/2020