Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা 
বিষ মোচন ...................
আমি ছিলাম বিষে জর্জরিত llআমি সেই বিষে নীল হয়েছিলাম ll
ঘরটা ছিল পরিপাটি করে সাজানো বিছানা ছিল সাদা চাদরে ঢাকা , দেওয়ালে ছিল ইষ্ট দেবতা ও মৃত স্বজনদের ছবি llফুল ধুপ দিয়ে তোমার ভক্তিতে ছিল না কোনো ক্…

 


কবিতা 


বিষ মোচন 

...................


আমি ছিলাম বিষে জর্জরিত ll

আমি সেই বিষে নীল হয়েছিলাম ll


ঘরটা ছিল পরিপাটি করে সাজানো 

বিছানা ছিল সাদা চাদরে ঢাকা , 

দেওয়ালে ছিল ইষ্ট দেবতা ও মৃত স্বজনদের ছবি ll

ফুল ধুপ দিয়ে তোমার ভক্তিতে ছিল না কোনো ক্ষান্তি ll

নিভৃতে বলে রাখি , আমি সেই গোপন প্রেমিক , 

যে তোমার শরীর ও মনে সঞ্চারিত করেছি আমার জমানো বিষ ll

তোমার অধরে অধর চেপে নিঃস্বাস বন্ধ করে আমি সেই বিষ ঢেলেছিলাম তোমার শরীর আর মনে ll


এখন কোমল ঘাসের ওপর শুয়ে আমি নির্বিষ হয়ে মোচনের শ্রান্তিতে ঘুমিয়ে আছি 

তুমি জ্বলছো হয়তো বা জ্বলছো না সেই  বিষে 

হয়তো বা তোমার স্মৃতিতে ভাসছে সেই ছবি ,

কিংবা কোমল গান্ধারে বাজছে বীণা 

যা একান্তই তোমার আমার ll


সমুদ্র সৈকত ছিল না নিকটে 

আমি সেই সমুদ্র আঁকতে চেয়েছি তোমার চোখে 

এখন তোমার চোখের দিকে তাকালেই মনে হয় সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে আমার শরীরে 

আমি ভেসে যাচ্ছি ক্রমাগত ভেসে যাচ্ছি সেই স্রোতে ,

এর চেয়ে বরং ভালো তুমি আর আমি কোনো সৈকতে এসে শুই , 

কোনো বড়ো ঢেউ এসে ভাসিয়ে নেবে তোমাকে আর আমাকে 

যার জল আমাদের মোচন করবে সেই বিষ , 

যা আমার মন আর তোমার শরীর ধীরে ধীরে করবে শীতল , 

আমরা ফিরে পাবো নতুন কোনো প্রাণের স্পর্শ 

যেখানে থাকবে না কোনো জ্বালা বা যন্ত্রনা !!


পরাগ ভট্টাচার্য

22.11.2020