Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#দৈনিক_প্রতিযোগিতা#বিভাগ_গদ্যকবিতা#শিরোনাম_সত্যের_কবরে #লিখনে_বীরেন_আচার্য্য#১৭ই_নভেম্বর_২০২০
সত্যের কবরে ----------------বাসি শব্দগুলো মনাকাশে ভেসে ভেসে তৈরী করে স্মৃতির মায়াজাল ;জানি আজ যা জীবন্ত কাল তা হবে বাসি - আজ যা বৃক্ষশাখ…

 


#দৈনিক_প্রতিযোগিতা

#বিভাগ_গদ্যকবিতা

#শিরোনাম_সত্যের_কবরে 

#লিখনে_বীরেন_আচার্য্য

#১৭ই_নভেম্বর_২০২০


সত্যের কবরে 

----------------

বাসি শব্দগুলো মনাকাশে ভেসে ভেসে 

তৈরী করে স্মৃতির মায়াজাল ;

জানি আজ যা জীবন্ত কাল তা হবে বাসি - 

আজ যা বৃক্ষশাখে ফুটন্ত কাল তা ঝরে 

পথপ্রান্তে নিদারুণ অবহেলায় ।

বর্তমানের আঙিনায় ভাসমান যে শব্দরাজি 

আজ শুধু অন্তরকে করে ক্ষতবিক্ষত; 

মর্মমূলে জাগে না সৃষ্টির আলোড়ন- 

কেবলই হয় রক্তস্নাত গণতন্ত্রের রুধির ধারায়। 

চিরকাল ইতিহাসে সত‍্য থেকেছে চাপা , 

ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে অন্ধকূপে ;

আগামীর ইতিহাসেও হবে অনেক সত‍্যের সমাধি -

শুধু স্মৃতির মায়াজালে বাসি শব্দগুলো

তোলে বেদনার্ত আলোড়ন । 

অতীত কথা বলে সংগোপনে চেতনার মর্মমূলে , 

ক্ষতবিক্ষত অন্তরে শুধু রক্ত ঝরে ,

গোলাপ ঝরে যৌবনবৃক্ষে বর্তমানের রুদ্র বৈশাখে-

বসন্তের পাখি গান ভুলে শ্লোগান তোলে ,

সত‍্যের কবরের নীচে সিন্ডিকেটে ওঠা সতীত্বের  

জারজটাই আনবে এমনই আর একটা বর্তমান।