শিরোনাম - পথ যীশুকলমে-সপ্তশ্রী কর্মকারবিভাগ - কবিতাতাং-১৯.১১.২০২০
মখমলে চাদরের ওমের অভাবে কাতরায় পথশিশু, স্বর্গ দূতাবাসের প্রতিনিধিরা আজ কোথায় খুঁজতে যীশুদের জন্মস্থান? ফেরারী হয়ে দিকভ্রান্ত রূপালী আলোতে যখন চেনা মুখের মানবিকতা…
শিরোনাম - পথ যীশু
কলমে-সপ্তশ্রী কর্মকার
বিভাগ - কবিতা
তাং-১৯.১১.২০২০
মখমলে চাদরের ওমের অভাবে কাতরায় পথশিশু,
স্বর্গ দূতাবাসের প্রতিনিধিরা আজ কোথায় খুঁজতে যীশুদের জন্মস্থান?
ফেরারী হয়ে দিকভ্রান্ত রূপালী আলোতে যখন চেনা মুখের মানবিকতা লোপ পায়।
অস্থাবর সম্পত্তিতে মোকদ্দমার দলিল স্থাবরতা নিয়ে,
বুভুক্ষুর জোয়ারে চোখে স্বপ্নের ভাঁড় ক্ষিদে মেটাতে।
শুদ্ধির মন্ত্রে তর্পণের জলে সূর্যের আলোর উপস্থিতি।