Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এডিটর অর্নব গোস্বামীর বিরুদ্ধে আবার এফ আই আর

রিপাবলিক টিভির এডিটর ও কর্ণধার অর্নব গোস্বামী কে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করছিলো বুধবার ।তার বিরুদ্ধে অভিযোগ ছিলো এক ফ্যাশন ডিজাইনার ও তাঁর মাকে আত্ম হত্যায় প্ররোচনা দেবার ।অর্নব গোস্বামীর বিরুদ্ধে আবার অভিযোগ তুলে এফ আই আর করা হল…

 


রিপাবলিক টিভির এডিটর ও কর্ণধার অর্নব গোস্বামী কে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করছিলো বুধবার ।তার বিরুদ্ধে অভিযোগ ছিলো এক ফ্যাশন ডিজাইনার ও তাঁর মাকে আত্ম হত্যায় প্ররোচনা দেবার ।অর্নব গোস্বামীর বিরুদ্ধে আবার অভিযোগ তুলে এফ আই আর করা হলো আবার ।সেই অভিযোগ টি করেছে পুলিশের এক মহিলা অফিসার ।অর্নব নাকি সেই অফিসার কে হেনস্থা করেছে গ্রেপ্তারের দিন।

বুধবার সকালে একদল পুলিশ অর্নব গোস্বামীর বাড়িতে যায় তাঁকে গ্রেফতার করার উদ্দেশ্যেই।অর্নব তাদের বাড়িতে ঢুকতে দেয় না।নানা ভাবে পুলিশ কে হেনস্থা করে সে ও তাঁর স্রী।তিন ঘন্টার চেষ্টায় পুলিশ সেখানে ঢোকে।গ্রেফতারের সময় তাঁরা দুজনে নানা ভাবে পুলিশের কাজে বাধা দেয় ।এক মহিলা অফিসার তাঁর বিরুদ্ধে এফ আই আর ও দায়ের করেন।

নানা গেরোয় আটকে এক পুলিশের হেফাজতে রিপাবলিক টিভির এডিটর ।

অর্নব গোস্বামীর গ্রেপ্তার নিয়ে সাংবাদিকদের মধ্যে ও দুটি গোষ্ঠী তৈরি হয়েছে।একদল চাইছেন তিনি সাজা পান।আর এক দলের বক্তব্য তাঁকে নির শর্তে মুক্তি দেওয়া হোক।

আইন চলছে আইনের পথেই।অর্নব গোস্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ টি মাঝপথে বন্ধ হয়ে যায় ।মৃতের মেয়ের অভিযোগের ফলে আবার সেই মামলা চালু হয়েছে।মৃতের পরিবার চান তার শাস্তি হোক।


তরুন চট্টোপাধ্যায় ।