প্রাইভেট কারে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে জাতীয় সড়কে পথদুর্ঘটনায় দুই ব্যক্তি এবং দুই গরুর মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক নার্সিংহোমে ভর্তি।আজ ভোর রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার হলদিয়া মোড়ের কাছে ৬ নম…
প্রাইভেট কারে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে জাতীয় সড়কে পথদুর্ঘটনায় দুই ব্যক্তি এবং দুই গরুর মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক নার্সিংহোমে ভর্তি।
আজ ভোর রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার হলদিয়া মোড়ের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি তেল পাম্প থেকে একটি ডাম্বার বের হচ্ছিল। সেই সময়ে দেউলিয়ার দিক থেকে কলকাতাগামী একটি ইনোভা গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে ওই ডাম্পারটিকে।
ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়। গাড়ির মধ্যে দেখা যায় দুটি গরু বাঁধা অবস্থায় রয়েছে। দুটি গরুর মৃত্যু হয়েছে।গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় মেচেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে। পুলিশ গাড়িটিকে আটক করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কোলাঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে , গাড়িটি উত্তর 24 পরগনার। এখনো পর্যন্ত মৃতদেহ গুলির পরিচয় পাওয়া যায়নি। কোলাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।