Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁচখুরি হাইস্কুলে জন্মদিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মরণ

নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর  :  শ্রদ্ধার  সঙ্গে স্মরণ করা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। বৃহস্পতিবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের​ ১৫১তম  জন্মদিবসে, মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরী দেশবন্ধু হাইস্কুলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো দেশব…

 


নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর  :  শ্রদ্ধার  সঙ্গে স্মরণ করা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। বৃহস্পতিবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের​ ১৫১তম  জন্মদিবসে, মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরী দেশবন্ধু হাইস্কুলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। এই উপলক্ষ্যে বিদ‍্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে দেশবন্ধুর আবক্ষ মূর্তিতে মাল‍্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ে দেশবন্ধুর আদর্শের গুরুত্বের কথা উপস্থিত সবার সামনে তুলে ধরেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক তারাশঙ্কর মহাপাত্র। এদিন এই কর্মসূচিতে বিদ‍্যলয়ের প্রধান শিক্ষক ছাড়াও বিদ‍্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দিলীপ নন্দী সহ বিদ‍্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন।