Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ -কবিতা 
যদি দেখো কোনোদিন মালা সেন দে ১৭।১১।২০২০
কোনোদিন যদি দেখো হেমন্তের সকালে মিষ্টি রোদের আদর মাখছি সোনালী ধানের বিছানায় । অবিন্যস্ত ছড়ানো ভালোবাসায় তাদের কথা , যেখানে আমার দৃষ্টি হারায় খুঁটে খাওয়া শালিকের ঠোঁটে । থমকে য…

 


বিভাগ -কবিতা 


যদি দেখো কোনোদিন 

মালা সেন দে 

১৭।১১।২০২০


কোনোদিন যদি দেখো হেমন্তের সকালে 

মিষ্টি রোদের আদর মাখছি সোনালী ধানের বিছানায় । 

অবিন্যস্ত ছড়ানো ভালোবাসায় তাদের কথা , যেখানে আমার দৃষ্টি হারায় খুঁটে খাওয়া শালিকের ঠোঁটে । 

থমকে যায় চলা , মনে হয় ভিড় কোলাহল ছেড়ে দুদণ্ড বসি , 

পুর্বজ গেয়েছিল নবান্নের গান , কেটে রাখা ধানের প্রতিটি স্বরলিপিতে । 

বলো তবে তাড়া কেনো , আমি তো যেতে চাই আত্মজর ঋণের ঝুলি হাতে , 

হাঁটতে চাই হেমন্তের ধানক্ষেতের পাশটি ধরে । 

নুয়ে পড়া বয়সের ভারে , স্বপ্নগুলো আজও বাসা বাঁধে, 

ঠিক একদিন হলুদ রোদের সকালে সোনালী স্বপ্ন মেলে দেবো নিকানো উঠানে । 

যাপনের এই সময় অনির্বচনিয় সুখের সমুদ্রে স্নান করতে চায় , 

রাজহাঁসের অবলিলায় চলার ছন্দ পাঁক জলে , দুখ জাগানিয়া ভোরাইয়ের সুরে । 

যেখানে আমার আমি জেগে থাকে জিয়নকাঠি হাতে ,

হেমন্তের ধানক্ষেতে বাতাসের দোলায় , প্রতিটি শিশির শব্দ শোনার ভিড়ে । 

নক্ষত্ররাও ডুবে যাবে যেখানে আমার স্পর্শ হবে লীন একদিন , 

শূন্য মাঠে কেঁদে ফেরে অনাদৃত কার্তিকের এক আঁজলা ধান । 

এই যে ছিলো আমার উপস্থিতি ,ফুরোলে বিহগের খেলা , 

আমিও যাব চলে হেমন্তের সুধারসে সিক্ত করে এই চক্ষু দুটি ॥