Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা***********শিরোনাম --- আমায় আরো সময় দাও***********উৎপল রাউত*************১৯/১১/২০*************
আমি দেবদারুর উদ্ভিন্ন যৌবনা তণ্বী রূপ দেখি,দেখি তার সোনালী সবুজ পাতারঝিরিঝিরি কলকাকলি মলয়ের সাথে,দেখে পরাণ ল…


 দৈনিক কবিতা প্রতিযোগিতা

***********

শিরোনাম --- আমায় আরো সময় দাও

***********

উৎপল রাউত

*************

১৯/১১/২০

*************


আমি দেবদারুর উদ্ভিন্ন যৌবনা তণ্বী রূপ দেখি,

দেখি তার সোনালী সবুজ পাতার

ঝিরিঝিরি কলকাকলি মলয়ের সাথে,

দেখে পরাণ লাগাম ছাড়া অশ্ব হয় আনন্দে ;

নতমস্তকে বলি, তোমায় আমি দুচোখ ভরে দেখি,

আমায় আরো সময় দাও !


আমি দিনমণির গগন - সিন্ধুতে লোহিত বর্ণের

অপরূপ ভেসে ওঠাকে মুগ্ধ হয়ে লেহন করি,

নীল সাগরে লালের বন্যা

আমায় মোহিত করে ; 

নতমস্তকে বলি, তোমায় আমি দুচোখ ভরে দেখি,

আমায় আরো সময় দাও ।


আমি শীতল ছুরি মারা সমীরণের প্রত্যুষে ,

শৃঙ্গ থেকে কাঞ্চন বরণ কাঞ্চনজঙ্ঘা দেখে

শ্বাস নিতে ভুলে যাই ;

কিংকর্তব্যবিমূঢ় আমি বিবশ হ'ই !

নতমস্তকে বলি, তোমায় আমি দুচোখ ভরে দেখি,

আমায় আরো সময় দাও ।


কানায় কানায় ভরা ছিল সময় কলস ,

আজ প্রায় শূন্য কুম্ভ,

হে পরম পিতা ! বরিষণে এ কলস পূর্ণ করো !

এই গোধূলিতে সময় বড়ই মহার্ঘ্য ,

নতমস্তকে ভিক্ষা মাগি

আমায় আরো সময় দাও ।


***************