Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগ-গদ‍্য কবিতা শিরোনাম -কাব্যের স্বরলিপিকলমে-আসরূপা মল্লিক এষা১৯.১২.২০
উত্তেজনার আগুন নিভে নিভেহিম পানিতে হয়েছে শুশক,বাতাস খাবি খেতে খেতে হাঁপিয়ে আশ্রয় নিয়েছে পীট কয়লার খনিতে;ইলেকট্রিক ঘড়ি হঠাৎ টিকটিক…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

বিভাগ-গদ‍্য কবিতা 

শিরোনাম -কাব্যের স্বরলিপি

কলমে-আসরূপা মল্লিক এষা

১৯.১২.২০


উত্তেজনার আগুন নিভে নিভে

হিম পানিতে হয়েছে শুশক,

বাতাস খাবি খেতে খেতে হাঁপিয়ে আশ্রয় নিয়েছে পীট কয়লার খনিতে;

ইলেকট্রিক ঘড়ি হঠাৎ টিকটিক শব্দতরঙ্গ থামিয়ে 

সময়ের গতিপথ করেছে রুদ্ধ।


রোগা টিয়ার বিবর্ণ ইচ্ছেদের মতো হৃদয় দুয়ার 

অন্ধকার রাত্রিরে জরায়ুর স্পর্শে ছিঁড়তে পারেনি এলোমেলো ঘুমেদের স্পন্দন।

শরীরে উষ্ণতার সঞ্চার করতে নিকোটিনের ধোঁয়ায় আগুন পোহাতে ব‍্যস্ত সভ‍্য সমাজ।


সূর্যের উজ্জ্বলতা আজ অজপাড়া গাঁয়ের বধূটির সিঁথি রাঙানো

কুমকুমের মতো আর নেই ;


বহুরূপী চেহারা এখন এক একটি গাণিতিক সংখ্যা!

শূন্যস্থান পূরণে ব‍্যর্থ প্রেমিক-প্রেমিকার চুমুক দেওয়া পেয়ালা;

জলতরঙ্গের ঢেউ সুরে মূর্ছা গিয়ে মিশেছে ঝাঁ ঝাঁ রৌদ্দুরে গুঁড়ো গুঁড়ো হয়ে।

শরীরের নোনা ঘাম চুঁইয়ে চুঁইয়ে ভিজিয়েছে তৃষ্ণার্ত মাটি,

আর পাতার রান্নাঘর ক্লোরোফিল খাবার তৈরির পোশাক ছিঁড়ে কাব‍্যের স্বরলিপি সাজাতে ব‍্যস্ত।