Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন***********কবিতা***********শিরোনাম -- অভিনয়************উৎপল রাউত************১৬/১২/২০*************
এসেছ রঙ্গমঞ্চে একা      এসেছ কুশীলব একা,               বিধির বিধানে অভিনয়,শৈশবে ওঠে যবনিকা     মৃত্যুতে শেষ নাট…

 


সৃষ্টি সাহিত্য যাপন

***********

কবিতা

***********

শিরোনাম -- অভিনয়

************

উৎপল রাউত

************

১৬/১২/২০

*************


এসেছ রঙ্গমঞ্চে একা      এসেছ কুশীলব একা,

               বিধির বিধানে অভিনয়,

শৈশবে ওঠে যবনিকা     মৃত্যুতে শেষ নাটিকা ;

               মাঝে অভিনয়  কিছু সময় ‌।


কি সংবাদ , কুশল ? ‌‌    এ কথার আছে চল,

            ভাল না থাকলেও বলি ভাল,

দস্তুর এই, বলে সকল,   কি গেরো, কি যাঁতাকল !

                খবর রাখে কি কেউ কে মোলো?


আগন্তুক কড়া নাড়ায়        অমুক বাবুর নাম হাঁকায়,

               শিশু এসে বলে অবলীলায়,

বাবা শুয়ে বিছানায়,   বললেন নেই আস্তানায় ।

                শিশু কাঁচা অভিনয় পারদর্শীতায় ।


নাট্যকলা করি প্রদর্শন        আমরা সারা এ জীবন,

                করি মিথ্যার বেসাতি প্রতি পলে,

সৎ মুখোশের আনন,    অন্তরে সব কূট মন,

            নিখাদ লোক'ও আছে দলে দলে ।


*****************