Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত‍্য যাপন # কবিতা:- 
# শিরোনাম :- শীতের সকাল                     বিনয় ভট্টাচার্য্য                     ৩ ডিসেম্বর ২০২০
সকালে লেপ কম্বলের মায়া-উষ্ণতা ছেড়েবেড়িয়ে পরি যথারীতি মাঠে ঘাটে বনে কুয়াশা ঘেরা হিমেল প্রান্তরেনির্দয়…



 সৃষ্টি সাহিত‍্য যাপন 

# কবিতা:- 


# শিরোনাম :- শীতের সকাল

                     বিনয় ভট্টাচার্য্য 

                    ৩ ডিসেম্বর ২০২০


সকালে লেপ কম্বলের মায়া-উষ্ণতা ছেড়ে

বেড়িয়ে পরি যথারীতি মাঠে ঘাটে বনে 

কুয়াশা ঘেরা হিমেল প্রান্তরে

নির্দয় শীতের ভ্রুকুটি উপেক্ষা করে

দেখা হয় রক্তিম সূর্যের সাথে রোজ কাকভোরে।

দেখা হয় আবির রাঙ্গা সবুজ গাছগাছালি

জঙ্গলা লতা আর  সুন্দরী ফুলেদের সাথে

পাখীরাও গায় গান আপনার সুর ছন্দ তানে।

এদের সবার সাথেই পরিচয় আমার

নীরবে চলে আমাদের প্রতিদিন প্রেম আলাপন মন দেয়া নেয়া

কখনও স্পর্শসুখ বিমল সৌরভে

ভরে ওঠে মন।


নির্মল আকাশ বাতাসের অম্লজান

 বুকে ভরে ফিরে আসি আপন সংসারে 

 নবোদ‍্যমে নেমে পরি জীবনের অসমাপ্ত কাজ সেরে নিতে

সময় ছুটে চলে অবিরাম সময়ের স্রোতে।

----------------