দীর্ঘ ১৫ বছর পর কয়েক হাজার কর্মী সর্মথক নিয়ে আধিকারী গড়েই মিছিল সিপিএম ও কংগ্রেস জোট। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করেন। নিজের বাড়ির বিলাতি কুকুরকে বিয়ে করার জন্য দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানান পথসভায় বক্তা আ…
দীর্ঘ ১৫ বছর পর কয়েক হাজার কর্মী সর্মথক নিয়ে আধিকারী গড়েই মিছিল সিপিএম ও কংগ্রেস জোট। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করেন। নিজের বাড়ির বিলাতি কুকুরকে বিয়ে করার জন্য দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানান পথসভায় বক্তা আইনজীবী অরুণাভ ঘোষ।
এদিন সভাতে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমন করেন প্রাক্তন সাংষদ মহম্মদ সেলিম। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমন করেন। তিনি বলেন, মোদি সরকার দেশটা লুঠ করছে, চিটিংবাজি ও কোঃ অপারেটিভ ব্যাংকের চুরির টাকায় কয়েকটি বেইমান কেনা যায়,সাচ্চা ইনসানকে কেনা যায় না।
বিজেপি যোগদান মেলা নিয়ে কটাক্ষ করে বলে, মেলায় কেনা বেচা হয়, মেলায় গরু, ছাগল, ভেড়া কেনাবেচা হয়। বিজেপি এখন মেলা বসিয়েছে। শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বলেন মোটা ভাইয়ের ছবি লাগালে মোটা টাকায় চাকরি বিক্রি হবে।
রাজ্য নেতা তথা আইনজীবি অরুনাভ ঘোষ বলেন, শুভেন্দুকে দেখে আমার খুব ভালো লাগলো যেদিন বলল আমি তৃণমূল ছেড়ে দিচ্ছি। শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বলেন তিনি নাকি অকৃতদার। তাহলে শিশিরবাবু কি ক্রিমিনাল ছিল,। পাশাপাশি শোভন-বৈশাখী কে কটাক্ষ করতে ছাড়েনি।আধিকারী পরিবার পদ নিয়ে কটাক্ষ করেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তীব্র ভাষায় আক্রমণ করেন। নিজের বাড়ির বিলাতি কুকুরকে বিয়ে করার জন্য দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানান পথসভায় বক্তা আইনজীবী অরুণাভ ঘোষ।
দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সর্মথনে, কৃষক স্বার্থ বিরোধী ৩ টি কৃষি বিল বাতিলের দাবি, জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল বাতিল সহ একাধিক দাবিতে আন্দোলনে নাম সিপিএম ও কংগ্রেস জোট। মঙ্গলবার দুপুরে কাঁথির মেচেদা বাইপাস থেকে একটি পদযাএা শুরু হয়। পদযাএার উপস্থিত পা মেলান প্রাক্তন সাংষদ মহম্মদ সেলিম, সর্ব ভারতীয় কংগ্রেস সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার, রাজ্য নেতা তথা আইনজীবি অরুনাভ ঘোষ, সিপিএম জেলা সম্পাদক নিরঞ্জন সী, সিপিএমের রাজ্য নেত্বয় হিমাংশু দাস, জেলানেতা ঝাড়েশ্বর বেরা, কাঁথি মহকুমার জাতীয় কংগ্রেসের সভাপতি গঙ্গারাম মিশ্র, আকতার আলি খাঁন প্রমুখ্য। এদিন সভার প্রায় ৫ হাজার কর্মী সর্মথক পদযাএার পা মেলান। অপ্রতিকর ঘটনার এড়াতে কাঁথি থানার বিশাল বাহিনী বিভিন্ন এলাকায় মোতায়ন করা হয়। কাঁথির সেন্টাল বাসস্ট্যান্ডে এসে পদযাএা শেষ হয়। তারপরে কাঁথি সেন্টাল বাসস্ট্যান্ডে পথসভা করেন। একের পর এক সিপিএম ও কংগ্রেস নেত্বয়রা বক্তব্য রাখেন। নেতারা রাজ্য সরকার ও সদ্য বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় আক্রমণ করেন।