#যা_শীত_তুই_যা
#রুমানী_ভট্টাচার্য্য
উঠোন জোড়া আলপনাতে ইকিড়মিকিড় রোদউষ্ণ ছোঁয়ায় মনের মাঝে বিপন্ন এক বোধ।
আমলকি গাছ শিরশিরিয়ে হাতছানি দেয় যেই,তেঁতুল পাতায় নয়জনাতে হারায় কথার খেই।
জাফরিকাটা জ্যোৎস্না ছটা দাওয়ায় লুটোপুটি আলাপ সালাপ সব…
#যা_শীত_তুই_যা
#রুমানী_ভট্টাচার্য্য
উঠোন জোড়া আলপনাতে ইকিড়মিকিড় রোদ
উষ্ণ ছোঁয়ায় মনের মাঝে বিপন্ন এক বোধ।
আমলকি গাছ শিরশিরিয়ে হাতছানি দেয় যেই,
তেঁতুল পাতায় নয়জনাতে হারায় কথার খেই।
জাফরিকাটা জ্যোৎস্না ছটা দাওয়ায় লুটোপুটি
আলাপ সালাপ সবজি ক্ষেতে সতেজ মটরশুঁটি।
খেজুর গাছে কলসী বাঁধে সিউলি ক্ষীরোদ কালী
ক্ষতর ব্যথা বুকে নিয়ে সে ই তো ফুলের মালী।
ছেঁড়া ফ্রকে শীত মানে না স্বপ্ন পশম গোলা
ছোট্ট মেয়ের করুণ চাওয়া, শূন্য থাকে ঝোলা।
গ্রামের চাষী দাম পায় না, ঘাড়ে ঋণের বোঝা
খড়ের চালে চাঁদের বাহার যাপনটা নয় সোজা।
চালের গুঁড়োয় সঙ সেজেছি পুলি সাজাই প্লেটে
কমলা কোয়া বিষণ্ণ ঠোঁট পিঠে আঁকে স্লেটে।
যা শীত তুই থাকিস না আর অন্য কোথাও যা
বসন্ত রাগ বাজাক সানাই কোকিল বাড়াক পা।