Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতাঃ স্বপ্নকলমেঃ শর্মিলা রায় তারিখঃ ১৫/১/২০২১
পেটে দানাপানি নেই,নেই  অন্ন- বস্ত্র- বাসস্হানেরযথোপযুক্ত  সংস্হান,তবু মানুষগুলোর চোখে স্বপ্ন--স্বপ্ন সীমাহীন। চোখের তারায়রংমশালের ফুলকি- এ ফুলকিহৃদপিন্ড নিংড়ে  বুকের গহীন কোনথেকে শুষ…

 


কবিতাঃ স্বপ্ন

কলমেঃ শর্মিলা রায় 

তারিখঃ ১৫/১/২০২১


পেটে দানাপানি নেই,

নেই  অন্ন- বস্ত্র- বাসস্হানের

যথোপযুক্ত  সংস্হান,

তবু মানুষগুলোর চোখে স্বপ্ন--

স্বপ্ন সীমাহীন। চোখের তারায়

রংমশালের ফুলকি- এ ফুলকি

হৃদপিন্ড নিংড়ে  বুকের গহীন কোন

থেকে শুষে নেয় গূঢ অন্ধকার। 

নির্ভার পাখির মতো  দেশ- কাল- সময়ের

গন্ডী পেরিয়ে  ওরা মিশে যেতে চায়

অসীমের  মাঝে।না পাওয়ার বেদনাটুকু

ব্রাত্যই থাকে।

আর মাথায় পাকা ছাদ, দু- বেলা

অন্নের পর্যাপ্ত সংস্হান, না চাইতেই

উপচে পড়া প্রাপ্তির ঝুলি নিয়ে ভরভরন্ত

মানুষগুলোর দিকে একটিবার চেয়ে দেখো,

চোখে কোনো স্বপ্ন নেই, নেই রঙ।

ফ্যাকাসে দৃষ্টি,  নিঃস্ব চাহনি। 

ওরা কেবলই ব্যস্ত থাকে

সুদ- আসলের হিসেবে।

ডুবে থাকে লাভ- লোকসানের

চুলচেরা বিশ্লেষণে।

জীবন প্রাচুর্যের চোরাগলিতে

হারিয়ে গেছে ওদের স্বপ্ন।

রূঢ বাস্তবের রুক্ষ মাটিতে

আছাড় খায় ওরা বারবার।

ঊষর জমির ক্যাকটাসে ক্ষতবিক্ষত 

ওদের, ছোঁয় না ফুলেল স্বপ্ন।

,