Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম--ভুলকলমে--নীতা কবি24/1/2021
যে ফুলে হয় না পূজাসেই ফুল তুলেছিযে মাঠে হয়না চাষসেথায় বীজ বুনেছি।
যে মালা দোলেনা গলেসেই মালা গেঁথেছিযে কথা যায় না বলাতাই বলে ফেলেছি।
যে স্বপ্ন হবেনা সত‍্যিতাই শুধু দেখেছিযে ঘর …


 সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম--ভুল

কলমে--নীতা কবি

24/1/2021


যে ফুলে হয় না পূজা

সেই ফুল তুলেছি

যে মাঠে হয়না চাষ

সেথায় বীজ বুনেছি।


যে মালা দোলেনা গলে

সেই মালা গেঁথেছি

যে কথা যায় না বলা

তাই বলে ফেলেছি।


যে স্বপ্ন হবেনা সত‍্যি

তাই শুধু দেখেছি

যে ঘর হবেনা সুখের

সেই ঘর বেঁধেছি।


মরুভূমির মরীচিকার 

পিছে খালি ছুটেছি

জলহীন বালুকাকে

জল ভেবে মরেছি।


ছলনাকে প্রেম ভেবে

ভালোবেসে ফেলেছি

হায়! মন কোথা যায়

অনুতাপে মরেছি।


আজ ভুলে গেছি সব

স্মৃতি শুধু জেগে রয়

সুখস্মৃতি বুকে ধরি

আঁখিতে অশ্রু বয়।


Copyright@nitakabi

20/1/2021