Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন#গদ্যকবিতা- ছেলেরা ও মানুষ#মাধবী বিশ্বাস১১/১/২০২১
ছোটবেলা থেকে শুনে আসছি সবাই বলে ছেলেদের কাঁদতে নেই,ছেলেদের নাকি সব সময় মজবুত হয়ে থাকতে হয়, ছেলেদের নাকি ভেঙ্গে পড়তে নেই,
কিন্তু আজ ও বুঝতে পারলাম না কেনো ? কেনো ছ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

#গদ্যকবিতা- ছেলেরা ও মানুষ

#মাধবী বিশ্বাস

১১/১/২০২১


ছোটবেলা থেকে শুনে আসছি 

সবাই বলে ছেলেদের কাঁদতে নেই,

ছেলেদের নাকি সব সময় মজবুত হয়ে থাকতে হয়, 

ছেলেদের নাকি ভেঙ্গে পড়তে নেই,


কিন্তু আজ ও বুঝতে পারলাম না কেনো ? 

কেনো ছেলেদের কি মন নেই?

সব কিছু সহ্য করার কি ছেলেরা ঠেকা নিয়ে রেখেছে?

আমাদের  মেয়েদের যেমন দুঃখ কষ্ট হয়,

তেমনি ছেলেদের ও দুঃখ কষ্ট হয়,

ওদের ও প্রান আছে 

ওদের ও আঘাত লাগে,

ওরা ও কেঁদে মনের কথা বলে

মনটা হালকা করতে চায়,


কেনো?

কেনো আমরা সবাই সেটা বুঝি না?


সবার সুখ দুঃখ দেখার দায়িত্ব যেমন ছেলেদের আছে,

তেমনি আমাদের মেয়েদের ও আছে,

তাহলে কেনো ছেলেরা কেঁদে মন হালকা করতে পারবে না,

আমরা যেমন কারো মা কারো বোন কারো স্ত্রী,

তেমনি ছেলেরা ও কারো বাবা কারো দাদা কারো স্বামী,


আমরা মেয়েরা একটু কষ্ট বা দুঃখ পেলে ,

কেঁদে বা মনের কথা অন্যকে বলে মনটা হালকা করি,

তেমনি ছেলেদের ও ইচ্ছা করে দুঃখ কষ্ট পেলে মনটা হালকা করতে,


জানি সমাজে ছেলেদের স্থান সব থেকে উঁচু,

তাই বলে কি ওদের কাঁদতে নেই?


শত আঘাত পেলে ও ওরা চুপ করে থাকে,

যতই আসুক ঝড় 

চাট্টানের মত দাঁড়িয়ে পরিবারকে রক্ষা করে,


তাই বলে কি 

তাদের কষ্টে বুকটা ফেটে যায় না?


আমাদের মত 

ছেলেদের ও প্রান আছে ওদের ও কষ্ট হয়

ওদের ও কাঁদতে ইচ্ছা করে,