#সৃষ্টি সাহিত্য যাপন
#অবেলার ডাকে#মৌসুমী মুখার্জী
তোমার ফিরোজা রঙের শার্ট ,ডেনিম ব্লু জিন্স , নয়তো পাঞ্জাবি সর্ট,,কালো র ওপর এমব্রডারি সোনালী মুগোয়, মাত করে রেখেছিলো অবেলার চোখ মদিরতাময়।গৈরিক গোধূলি তবুও দুরন্ত মন সেদি…
#সৃষ্টি সাহিত্য যাপন
#অবেলার ডাকে
#মৌসুমী মুখার্জী
তোমার ফিরোজা রঙের শার্ট ,
ডেনিম ব্লু জিন্স , নয়তো পাঞ্জাবি সর্ট,,
কালো র ওপর এমব্রডারি সোনালী মুগোয়,
মাত করে রেখেছিলো অবেলার চোখ মদিরতাময়।
গৈরিক গোধূলি তবুও দুরন্ত মন সেদিন রামধনু রঙ্গে মেতেছিলো।
আর তোমার পেস্তা টি শার্ট সেই মুহূর্তেই অশান্ত মনে প্রেম জেগেছিলো।
খুব ভালোবেসে ফেলেছিলাম তোমায়...
অধরা বসন্ত বুঝি টোকা দিলো দরজায়।
একটা ভালোবাসা হৃদয় ভরিয়ে দিতে পারে, আবার শূন্যও.…..
নীহারিকা আকাশ ছুঁয়ে ছিলো মনের বাসনাও।
ভাবিনি হারিয়ে ফেলবো এতো জলদি সুপ্ত ইচ্ছে গুলো,
তুমি কি আমার আছো একলা হয়ে আমার ঘরে , শুধু একটি বার বলো।
না কোনো উত্তর মেলেনি তাতে,
জানি সবকিছুই ভাগ করে নিতে হয় সবার সাথে।
ছোটো থেকেই শিখেছি ,সব ভাগ করে নাও ,তুমি না বড়ো!
আজ যখন চৌকাঠে হোঁচট খাই , বলে না কেউ এই যে হাত ধরো।
সয়ে যেতে যেতে আজ নিশ্চল পাথর,
কারণে অকারণে তবুও মনে তুমুল ঝড়।
কারণ সেখানেও যে তুমি, ঝড় সামলে জয় আমার নিশ্চিত,,
তবুও খটকা লাগে ন্যুব্জ যে মেরুদন্ড–
শেষ গোধূলি , রবি অস্তমিত।
মন যেখানে ভঙ্গুর পলকা কাঁচের মতো,
তাই ভয়হয়, শেষের কবিতার মতো সম্পূর্ণই হারিয়ে ফেলবো নাতো?