Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম =এক ফোঁটা বৃষ্টি দাওরচনা =তুহিনা চক্রবর্তী ২২/০২/২০২১
আমাকে এক ফোঁটা বৃষ্টি দাও--
আর কত কাল শরীরে বহন করবো উষ্ণতা,আর কত কাল হেঁটে যাব মরুভূমির তপ্ত বালুকায়,সূর্যের প্রখরতায় দাউ দাউ করে জ্বলছে সর্বাঙ্গ,ঐ দেখো বাতাসে ছড়িয়ে …

 


শিরোনাম =এক ফোঁটা বৃষ্টি দাও

রচনা =তুহিনা চক্রবর্তী 

২২/০২/২০২১


আমাকে এক ফোঁটা বৃষ্টি দাও--


আর কত কাল শরীরে বহন করবো উষ্ণতা,আর কত কাল হেঁটে যাব মরুভূমির তপ্ত বালুকায়,সূর্যের প্রখরতায় দাউ দাউ করে জ্বলছে সর্বাঙ্গ,ঐ দেখো বাতাসে ছড়িয়ে পড়েছে পোড়া চামড়ার গন্ধ।


আমাকে এক ফোঁটা বৃষ্টি দাও--


বুকে জমা আছে পর্বতগুহা অরণ্য,তবুও আমি শূণ্য,তুমি কি শুনেছো সেই শূণ্যের হাহাকার?দেখেছো কখনো মৃত্যুকূপে জীবন্ত চিৎকার,চোখের নীচে জমা আছে এক পৃথিবী আলোড়ন, ঝরে যাওয়ার অপেক্ষায় গুমরে কাঁদে মন।।


আমাকে একফোঁটা বৃষ্টি দাও..


আজ আমার সঙ্গে ভিজে যাক আমার আমিত্ব,শেষ হোক ইহকালের প্রায়শ্চিত্ত।

হেরে যাওয়ার পরও থেকে যাক সেই অসম্ভব ক্ষমতা, সামলে নেওয়া নদীর বুকে গড়ে উঠুক সভ্যতা।

 

আমাকে এক ফোঁটা বৃষ্টি দাও...