Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:#ভ্যালেন্টাইন_ডেকলমে: নিতাই মৃধা।তাং-১৩/০২/২১.*********"""*****"সাজি ভরে আনো যত কিংশুক পলাশরাঙাতে যদি না পারো মনের আকাশ,সে আকাশে চাঁদ ম্রিয়মানব্যর্থ হয় বসন্তের গান!যতই দাওনা কেন …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:#ভ্যালেন্টাইন_ডে

কলমে: নিতাই মৃধা।

তাং-১৩/০২/২১.

*********"""*****"

সাজি ভরে আনো যত কিংশুক পলাশ

রাঙাতে যদি না পারো মনের আকাশ,

সে আকাশে চাঁদ ম্রিয়মান

ব্যর্থ হয় বসন্তের গান!

যতই দাওনা কেন পিচকারী' রঙ 

বাইরে রঙ মেখে শুধু সাজা সঙ,


হৃদয়ে হৃদয় দিয়ে রাঙাতে পারো যদি 

মনের আকাশ,

ভালোবাসা রামধনু রবে চিরদিন, বইবে

বসন্ত বাতাস।


ভালোবাসা কখনো না মরে ,

রোদ বৃষ্টির মত চিরদিন ঝরে!

মনের আকাশ জুড়ে রামধনু খেলা

এই জীবন নদী-তট ভ্যালেন্টাইন মেলা।


মনে যদি থাকে ভালোবাসা,

সে যে বাসা হবে জেন খাসা,

রেনি-ডে সানি-ডে কিংবা এনি-ডে

সব দিন হতে পারে ভ্যালেন্টাইন ডে।