Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বেনামী
বেনামী কিছু সম্পর্ক ভীড় করে মনের গোপনে,না বলা সব কথা,রাত জাগায় যতনে;ভুলে ভরা কিছু পদক্ষেপ,কিছু সেকেলে আলসেমি,মুখোমুখি দাঁড়িয়ে সেই চেনা তুমি।নামকরণের খাতায় হয়তো ঠাঁই হয়নি ঠিকই,প্রানের পাতায় বেনামী তোমার আজও রয়েছে হাজার আঁ…

 


বেনামী


বেনামী কিছু সম্পর্ক ভীড়

 করে মনের গোপনে,

না বলা সব কথা,

রাত জাগায় যতনে;

ভুলে ভরা কিছু পদক্ষেপ,

কিছু সেকেলে আলসেমি,

মুখোমুখি দাঁড়িয়ে 

সেই চেনা তুমি।

নামকরণের খাতায় হয়তো

 ঠাঁই হয়নি ঠিকই,

প্রানের পাতায় বেনামী 

তোমার আজও রয়েছে হাজার আঁকিবুকি,

ছোট্ট ছোট্ট কথা,

অপ্রকাশিত শতেক স্মৃতি,

কিছু একান্ত অনুভূতি।

নামী আমি আমার কাছে,

তবু কেন পিছু টান;

বেনামী হয়েও আজও তুমি 

তেমনি বর্তমান,

সেই সেদিনের অভিমান।

জল রঙে আঁকা ছবি

 হয়তো আজ জলেই

 ভেসে গেছে,

প্রতিচ্ছবি তবুও আজ মনে

 জেগে আছে,

সস্তা ভাবাটা ভুল হবে খুব,

ছবি খানি ছিল দামি;

মনের ভিতরে উঁকি দিয়ে দেখি 

সেই ছবি খানি,

 যদিও  তা বেনামী।। 


পুলক চক্রবর্তী