নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : আবারও মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো হেল্পিং হ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।শনিবার পশ্চিম মেদিনীপুর সদর ব্লকের দেলুয়া প্রাথমিক বিদ্যালয়ে একটি শিবিরের মাধ্যমে শতাধিক দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধার হাতে…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : আবারও মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো হেল্পিং হ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।শনিবার পশ্চিম মেদিনীপুর সদর ব্লকের দেলুয়া প্রাথমিক বিদ্যালয়ে একটি শিবিরের মাধ্যমে শতাধিক দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধার হাতে কম্বল তুলে দিলেন মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য-সদস্যাগণ। এদিন বিকেল চারটায় শুরু হয় কম্বল বিতরণ কর্মসূচী। শুরুতে সংস্থার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিত করেন সদস্য গৌতম কুমার ভকত। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল, সহ-সভাপতি নীলাদ্রি শঙ্কর ব্যানার্জী, কোষাধ্যক্ষ সুদীপ্তা চক্রবর্তী(দে),মৌসুমী মান্না, বরুন কোলে,বন্দনা চক্রবর্তী, শর্মিলা কোলে, ষোড়শী সিংহ,স্বপ্না ভকত, মানস চক্রবর্তী, রূপা মহাপাত্র,শম্পা মন্ডল, সুতপা দত্ত প্রমুখ। এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে সহযোগিতা করেন রাজ মহাপাত্র ও নন্দিনী ভকত।হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির এহেন মানবিক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাঁতরা অ্যাকোরিয়াম সহ হেল্পিং অন্যান্য অনেক শুভানুধ্যায়ী।হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির এই ধরণের কাজে খুশি দেলুয়া এলাকার জনগন।